৪ কেজি সোনার গয়নায় সাজলেন কাটোয়ার ক্ষেপি মা
রাতভর ৪ কেজি সোনার গয়না পরিয়ে সাজানো হল কাটোয়ার ক্ষেপি মা-কে।
কাটোয়ার গঙ্গার ঘাট থেকে ৫০০ মিটার দূরে একটি স্থানে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন চৈতন্য দেব। সেখানেই সাধনা করতেন এক ক্ষেপা তন্ত্র সাধক।
সেই ক্ষেপা তন্ত্র সাধকই প্রতিষ্ঠা করেন কাটোয়ার ক্ষেপি মা-কে।
১৪ ফুটের উঁচু প্রতিমা।
কালীপুজোর দিন ভোরবেলা আরতি দিয়ে দেবীর আরাধনা শুরু হয়।
ফি বছরই বহু ভক্ত ভিড় জমান ক্ষেপি মা দর্শনে।