৯৯.৯৭৮ পার্সেন্টাইলেও খুশি হতে পারেননি, দ্বিতীয়বারে ১০০ পেয়ে জয়েন্টে প্রথম কাব্য

Mar 26, 2021, 11:23 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: কাব্য চোপড়া,  Joint Entrance Examination (JEE) Main পরীক্ষার টপার। মেয়েদের মধ্যেও প্রথম স্থান অধিকার করেছেন তিনি। প্রাপ্ত নম্বর ৩০০-য়ে ৩০০। অর্থাৎ পার্সেন্টাইলে তিনি ১০০ শতাংশ পেয়ে পাশ করেছেন।   

2/6

এটাই ছিল তাঁর স্বপ্ন। আর সেই স্বপ্ন ছুঁতে দ্বিতীয়বার পরীক্ষায় বসেন কাব্য চোপড়া। তবে প্রথমবার যে খারাপ নম্বর পেয়েছিল এমনটা একেবারেই নয়। সেবার তিনি ৯৯.৯৭৮ শতাংশ শতকরা নম্বর পেয়ে পাশ করেছিলেন। কিন্তু ইচ্ছা বা স্বপ্ন ছিল প্রথম হবেন। তাই আবার পরীক্ষায় বসেন। 

3/6

 Joint Entrance Examination (JEE) Main ২০২১ -য়ে ফের পরীক্ষা দেন কাব্য চোপড়া।    

4/6

দিল্লির বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী কাব্য চোপড়া। তার লেখাপড়ার বিগত সময়কালে অধিকাংশই সাফল্যে ভরা। দশম শ্রেণিতে CBSE পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৯৭.৬ শতাংশ। 

5/6

কাব্য জানিয়েছেন, সে অঙ্ক করতে খুব ভালো পারেন। িন্তু ভাসোবাসেন কম্পিউটার। সে IIT-Bombay-তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতে চান।   

6/6

ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রত্যেকদিন ৭ থেকে ৮ ঘণ্টা লেখাপড়া করতেন কাব্য চোপড়া। ৬.১৯ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন ১০০    পার্সেন্টাইল পেয়েছে। যার মধ্যে রয়েছেন কাব্য।