EXPLAINED | KKR: ইডেনে ম্যাচ বাতিল হয়ে গেল! বোধনের আগেই বিসর্জনের সুর, চলে এল বিরাট আপডেট...
KKR-LSG Match 2025: আইপিএল বোধনের আগেই বিসর্জনের সুর!
1/6
আইপিএল বোধন

2/6
কলকাতা বনাম লখনউ

আইপিএলে কেকেআরের সূচি নিশ্চয়ই দাগানো হয়ে গিয়েছে। রাহানেরা দ্বিতীয় ম্যাচ খেলবেন ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে। কেকেআরের তৃতীয় ম্যাচ ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়াদের ঘরের মাঠে। এরপর ৩ এবং ৬ এপ্রিল পরপর ঘরের মাঠে কেকেআর খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঘরের মাঠে কেকেআরের চলতি মরসুমের তৃতীয় ম্যাচ নিয়েই এখন তৈরি হয়েছে সংশয়!
photos
TRENDING NOW
3/6
খেলার দিনই রামনবমী!

৬ এপ্রিল রয়েছে রামনবমী। রাজনৈতিক এবং অরাজনৈতিক মিলিয়ে একাধিক অনুষ্ঠান রয়েছে। বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় শোভাযাত্রাও হবে। ওদিন ইডেনে প্রায় এক লক্ষ দর্শকের জন্য পুলিসের পক্ষে কিছুতেই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কারণ ইডেনে খেলা হলে চার হাজার পুলিস কর্মীর প্রয়োজন হয়। ফলে কেকেআর-এলএসজি ম্যাচ সরছে ইডেন থেকে। খেলা হবে পড়শি রাজ্যে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই খবর নিশ্চিত করেছেন এক স্পোর্টস ওয়েবসাইটে।
4/6
গুয়াহাটিতে সরবে কলকাতার খেলা

গুয়াহাটির ব্যস্ততম শহরে অবস্থিত বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। অসম ক্রিকেট সংস্থার এই মাঠ সেই ২০২৩ সাল থেকে আইপিএলে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড। উত্তর-পূর্ব ভারতে ক্রিকেটের প্রচারের জন্যই প্রতি মৌরসুমে এখানে দু'টি করে ম্যাচ আয়োজন করে। রাজস্থানের ঘরের মাঠেই খেলতে চলেছে কলকাতা এবং লখনউ।
5/6
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

গতবছরও কিন্তু রাম নবমীর দিন আইপিএলের ম্যাচ পড়েছিল কলকাতায়। নিরাপত্তা জনিত কারণেই সেই ম্যাচের দিন পরিবর্তন হয়েছিল। এবারও সেই একই ঘটনা ঘটল। আপাতত ইডেন প্রস্তুত আইপিএল বোধন নিয়ে। সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে শুরু খেলা। তবে ৬টা থেকে রয়েছে ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। শ্রেয়া ঘোষালের সুরের সাগরে ডোবার সঙ্গেই থাকবে দিশা পাটানির আগুনে সেঁকার সুযোগ। পঞ্জাবি জনপ্রিয় গায়ক করণ আউজলাও মঞ্চ মাতাবেন।
6/6
আদৌ ইডেনে খেলা হবে তো? শনির কলকাতায় ধেয়ে আসছে...

হাওয়া অফিসের আপডেট বলছে, শনিতে ঝড়-বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান ও কেকেআর-আরসিবি ম্যাচ। কলকাতায় এদিন বিকেল বা রাত থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। খেলার দিন কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল-সন্ধ্যের দিকে। তবে কেকেআর ভক্তরা চাইবেন বরুণ দেব যেন ম্যাচ চলাকালীন দাপুটে ব্যাটিং না করেন। অতীতেও একাধিকবার কলকাতায় আইপিএল চলাকালীন ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। দেখতে গেলে কালবৈশাখীর সময়েই আইপিএল শুরু হয়।
photos