EXPLAINED | KKR vs LSG IPL 2025 Match At Eden Gardens: ইডেনে ওদিন নাও হতে পারে ম্যাচ! আইপিএল শুরুর আগেই এল বিরাট আপডেট, আচমকা কী হল?

KKR vs LSG IPL 2025 Match At Eden Gardens: কেকেআর বনাম এলএসজি ম্যাচ নিয়ে এল বিরাট আপডেট... নির্ধারিত তারিখে ইডেনে নাও হতে পারে হেভিওয়েট ম্যাচ!

Mar 19, 2025, 16:29 PM IST
1/5

কলকাতা বনাম আরসিবি

KKR vs RCB

হাতে আর ঠিক তিন দিন। আগামী ২২ মার্চ আইপিএল ২০২৫-এর বোধন ইডেন গার্ডেন্সে। মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে অজিঙ্কা রাহানেরা খেলবেন রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। উত্তেজনার পারদ তুঙ্গে। বল গড়ানোর তর সইছে না দুই দলের সমর্থকদের। 

2/5

কেকেআর বনাম এলএসজি

 KKR vs LSG

আইপিএলে কেকেআরের সূচি নিশ্চয়ই দাগানো হয়ে গিয়েছে। রাহানেরা দ্বিতীয় ম্যাচ খেলবেন ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে। কেকেআরের তৃতীয় ম্যাচ ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়াদের ঘরের মাঠে। এরপর ৩ এবং ৬ এপ্রিল পরপর ঘরের মাঠে কেকেআর খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঘরের মাঠে কেকেআরের চলতি মরসুমের তৃতীয় ম্যাচ নিয়েই এখন তৈরি হয়েছে সংশয়! অর্থাত্‍ কেকেআর বনাম এলএসজি ম্যাচ সরতে পারে ইডেন থেকে!   

3/5

কেন কেকেআর বনাম এলএসজি ম্যাচ ৬ এপ্রিল নাও হতে পারে!

Why the KKR vs LSG match could be Rescheduled!

আইপিএল উদ্বোধনের আগে, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে পিটিআই। সংবাদসংস্থার রিপোর্ট বলছে যে, রামনবমীর কারণে কলকাতা পুলিশ এই ম্যাচের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নাও দিতে পারে, ফলে এই খেলা ওই দিন না হওয়ার সম্ভাবনা রয়েছে।   

4/5

বাংলায় রামনবমী উদযাপন

Ram Navami Celebration In West Bengal

পিটিআই জানাচ্ছে যে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, রামনবমীতে বাংলা জুড়ে শোভাযাত্রা হবে। ২০ হাজারের উপর মানুষ সেখানে শামিল হবেন। যার ফলে রাজ্য জুড়ে নিরাপত্তার প্রয়োজনীয়তা আরও বাড়ানো হয়েছে। পিটিআই জানিয়েছে যে, সিএবি সভাপতি গত ১৮ মার্চ, পুলিসের সঙ্গে এই বিষয়ে দুই দফায় আলোচনা করেছে। পুলিশ জানিয়েছে যে, কেকেআর বনাম এলএসজি ম্যাচের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না।  

5/5

কেকেআর বনাম এলএসজি ম্যাচ প্রসঙ্গে স্নেহাশিস

Snehasish Ganguly On KKR vs LSG Match

'পুলিস স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদি পুলিশ নিরাপত্তা দিতে না পারে, তাহলে ৬৫,০০০ দর্শক সামলানো অসম্ভব হয়ে যাবে। আমরা বিসিসিআইকে এই বিষয়ে জানিয়েছি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও সময় আছে। এমনকী গতবছরও, রামনবমীর কারণে একটি নির্ধারিত আইপিএল ম্যাচের সময়সূচি পরিবর্তন করতে হয়েছিল।'