KL Rahul-Athiya Shetty: IPL-এর শুরুতেই খুশির খবর! বাবা-মা হলেন কে এল রাহুল-আথিয়া শেট্টি...

KL Rahul become father: বাবা-মা হলেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি। নতুন অতিথির আগমনে খুশির হাওয়া পরিবারে। যুগলকে নেটপাড়ায় শুভেচ্ছা জানিয়েছেন পরিণীতি চোপড়া, শানায়া কাপুর, অদিতি রাও হায়দারি থেকে শুরু করে আথিয়ার বাবা সুনীল শেট্টিও। ছেলে হল না মেয়ে?

Mar 24, 2025, 21:55 PM IST
1/8

সুখবর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের মাঝেই বিরাট সুখবর। বাবা-মা হলেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি।   

2/8

সুখবর

সোমবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন নতুন বাবা-মা। নতুন অতিথির আগমনে খুশির হাওয়া পরিবারে।   

3/8

সুখবর

তারকা দম্পতি জানালেন তাঁদের ঘরে এসেছে লক্ষ্মী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আথিয়া।   

4/8

সুখবর

গত নভেম্বরের প্রেগন্যান্সির খবর দিয়েছিলেন তাঁরা। সোমবার জানালেন নতুন অতিথির কথা।   

5/8

সুখবর

যুগলকে নেটপাড়ায় শুভেচ্ছা জানিয়েছেন পরিণীতি চোপড়া, শানায়া কাপুর, অদিতি রাও হায়দারি থেকে শুরু করে আথিয়ার বাবা সুনীল শেট্টিও।   

6/8

সুখবর

২০১৯-এ দুজনের প্রথম দেখা। এরপরই সম্পর্কে জড়ান তাঁরা।   

7/8

সুখবর

২০২৩ সালে জানুয়ারি মাসে কে.এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।     

8/8

সুখবর

শুক্রবার তাঁদের কোল আলো করে এলো তাঁদের প্রথম সন্তান।