What is the highest rank in Indian Army: ভারতীয় সেনার সর্বোচ্চ পদ কী, জানেন? বেতন কত, সুবিধে কী? ৭৫ বছরে মাত্র দুই...
ভারতীয় সেনাবাহিনী হল ভারতীয় সামরিক বাহিনীর স্থল-ভিত্তিক শাখা তথা বৃহত্তম অংশ। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং এই বাহিনীর পেশাগত প্রধান হলেন সেনাবাহিনী প্রধান, যিনি একজন চার-তারা পদমর্যাদার জেনারেল যদিও এই ব্যক্তির ওপরে প্রতিরক্ষা প্রধান নামের একজন থাকেন যিনিও একজন ফোর স্টার জেনারেল। দু'জন সামরিক আধিকারিককে ফিল্ড মার্শাল নামে একটি পাঁচ-তারা মর্যাদার পদ দেওয়া হয়,এই পদটি বিশেষ সম্মানের একটি আনুষ্ঠানিক পদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনী হল ভারতীয় সামরিক বাহিনীর স্থল-ভিত্তিক শাখা তথা বৃহত্তম অংশ। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং এই বাহিনীর পেশাগত প্রধান হলেন সেনাবাহিনী প্রধান, যিনি একজন চার-তারা পদমর্যাদার জেনারেল যদিও এই ব্যক্তির ওপরে প্রতিরক্ষা প্রধান নামের একজন থাকেন যিনিও একজন ফোর স্টার জেনারেল। দু'জন সামরিক আধিকারিককে ফিল্ড মার্শাল নামে একটি পাঁচ-তারা মর্যাদার পদ দেওয়া হয়,এই পদটি বিশেষ সম্মানের একটি আনুষ্ঠানিক পদ।
ফিল্ড মার্শাল

ভারতীয় সেনাবাহিনী

TRENDING NOW
জেনারেল

ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা

প্রথমজন ছিলেন ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা, একজন গর্বিত কান্নাডিগা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ। ১৯৪৭-৪৮ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় নেতৃত্বের জন্য ১৯৭৩ সালে তাকে এই পদমর্যাদায় ভূষিত করা হয়েছিল। দ্বিতীয়জন ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য একই বছর এই উপাধিতে ভূষিত হন, যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল।
যুদ্ধকালীন

ফিল্ড মার্শাল

সামরিক বাহিনী
