প্রথম দিনেই মোটা কামাই ইস্টওয়েস্ট মেট্রোর, যাত্রীদের সাড়া পেয়ে খুশি কর্তারা
নিজস্ব প্রতিবেদন: ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টা। গড়াতে শুরু করল ইস্ট-ওয়েস্ট মেট্রো। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল শুক্রবার সকালে। আর প্রথম দিনেই লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হল।
প্রথম দিনেই প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার টিকিট বিক্রি হল ইস্ট-ওয়েস্ট মেট্রোয়।
আজ থেকে চালু হল প্রথম মেট্রো পরিষেবা। প্রথম পর্যায়ে ৬টা স্টেশনে ট্রেন চলাচল করছে। রাত ৮টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা।
প্রথম দিনে যাত্রীসংখ্যা ছিল প্রায় ১২ হাজার।
বোধনে মানুষের উৎসাহ দেখে রীতিমতো খুশি মেট্রো কর্তারা।