close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

চলতি মাসের শেষে লঞ্চ করছে ktm rc 125, জেনে নিন দাম ও ফিচার্স

Jun 12, 2019, 16:21 PM IST
1/5

KTM rc 125 এর ফিচার্স

KTM rc 125 এর ফিচার্স

চলতি মাসের শেষের দিকে লঞ্চ করবে ktm rc 125.  KTM-এর সব থেকে ছোট সুপারস্পোর্টস বাইক। 

2/5

KTM rc 125 এর ফিচার্স

KTM rc 125 এর ফিচার্স

KTM RC 200-মডেল এর সঙ্গে সামঞ্জস্য রয়েছে ktm rc 125-এর। থাকবে টুইন হেডলাইট।ক্লিপ অন হ্যান্ডেল থাকবে। সাদা-কমলা ও কালো-কমলা রঙে পাওয়া যাবে।

3/5

KTM rc 125 এর ফিচার্স

KTM rc 125 এর ফিচার্স

ডিজিটাল এলসিডি থাকবে। সার্ভিস রিমাইন্ডার, গিয়ার পজিশন, আরপিএস এলার্ট থাকবে। ১২৪.৭ সিসি লিকুইড কুলড ইঞ্জিন থাকবে। ১৪.৭৫ বিএইচপি। ১২ এন এস টর্ক। সিক্স স্পিড গিয়ার বক্স পাওয়া যাবে। 

4/5

KTM rc 125 এর ফিচার্স

KTM rc 125 এর ফিচার্স

Duke 125 বাইকের সঙ্গে এই rc 125-এর ইঞ্জিন ও সাসপেনশন এর মিল রয়েছে। সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টম থাকবে এই মডেলে। 

5/5

KTM rc 125 এর ফিচার্স

KTM rc 125 এর ফিচার্স

rc 125-এর দাম হতে পারে ১.৪০ লাখ টাকা (এক্স-শোরুম)। এই সেগমেন্ট-এ পালসার আরএস ২০০, ইয়ামাহা আর১৫ বাইকগুলিকে টক্কর দিবে KTM rc 125।