Kyrgyzstan bans Nikab: মুসলিমপ্রধান এই দেশে নিষিদ্ধ হল নিকাব, নিয়ম ভাঙলেই জরিমানা, কেন জানেন!
Feb 02, 2025, 02:25 PM IST
1/5
নিষিদ্ধ নিকাব
কিরগিজিস্তানের মতো মুসিলম প্রধান দেশেই নিষিদ্ধ হয়ে গেল নিকাব। এনিয়ে দেশটিতে হইচই শুরু হয়েছে।
2/5
কিরগিজিস্তান
কিরগিজিস্তানের মহিলারা আরব মহিলাদের মতো মাথা, মুখ ঢেকে রাস্তায় বের হন। খোলা থাকে শুধুমাত্র তার চোখ। এবার তা বন্ধ হচ্ছে।
photos
TRENDING NOW
3/5
জরিমানা
এখন থেকে মুখ খোলা রাখতে হবে। মুখ ঢাকা যাবে না শুধু নয়, মুখ ঢাকলে জরিমানা করা হয়ে ২৩০ ডলার।
4/5
১ ফেব্রুয়ারি থেকে লাগু
সরকার বিরোধীরা ১ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া ওই পদক্ষেপকে কারও ব্যক্তিগত ইচ্ছার উপরে হস্তক্ষেপ বললেও সরকার বলছে একেবারে উল্টো কথা। সরকারের দাবি, নিরাপত্তার প্রশ্ন মহিলাদের চিনতে সমস্যা হচ্ছে।
5/5
তাজিকিস্তান
মধ্য এশিয়ার সবচেয়ে বড় মুসলিমপ্রধান দেশ কিরঘিজিস্তানের স্কুল ও সরকারি অফিসে নিকাব পরার অনুমতি দেওয়া হয়েছিল। এবার সরকার তাজিকিস্তানের পথে হেঁটে নিকাব নিষিদ্ধ করে দিল। কারণ সেই নিরাপত্তা।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.