৪০ বছরে এই প্রথম! ভোট গণনার দিন বিহারে থাকবেন না লালু প্রসাদ যাদব
৪০ বছরে এমন হয়নি। বিহারের ভোটগণনা চলছে, আর লালু প্রসাদ যাদব নেই। কিন্তু এটা ২০২০। এই বছর এমন অনেক কিছুই অনভিপ্রেত ঘটনা ঘটছে।
আরজেডি-র লালু প্রসাদ যাদব আপাতত জামিন পাচ্ছেন না। ফলে ভোটগণনার দিনও তিনি বিহারে থাকবেন না বলে জানা যাচ্ছে।
পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ। তবে তিনি আপাতত জেলে নেই। লালুর শরীর খারাপ। তাই তিনি আপাতত রয়েছেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁর চিকিত্সা চলছে।
তিনটির মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে একটি মামলার জন্য এখনও তাঁকে বন্দিদশাতেই কাটাতে হবে। দুমকা ট্রেজারি মামলায় জামিন পেলে তবেই তিনি মুক্তি পেতে পারেন।
দেওঘর ট্রেজারি ও চাইবাসা মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন লালু প্রসাদ। ১০ নভেম্বর বিহারে ফলপ্রকাশ। আরজেডি-র সমর্থকরা আশা করেছিলেন, ৯ নভেম্বর লালু প্রসাদ যাদব মুক্তি পেয়ে যাবেন।