Leo Messi Vs Lamine Yamal: ইয়ামালকে নিয়ে যতই হইচই হোক, মেসি অন্য গ্রহের! বিতর্ক থামালেন আর্জেন্টাইন বস...

Leo Messi Vs Lamine Yamal:  আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনির বিচারে এই মহুর্তে বিশ্বের সেরা ফুটবলার  কিলিয়ান এমবাপে। দ্বিতীয় স্থানে লামিন ইয়ামাল। আর তৃতীয়? স্কালোনির মতে,  'লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ—দুজনেই হতে পারে। দুজনেই আমাদের দলে গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত ফর্মে আছে'।

| May 14, 2025, 03:43 PM IST

 

 

1/9

জি ২৪ ঘণ্টা  ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে বিশ্বের সেরা তো ননই। প্রথম তিনেও নেই লিওনেল মেসি! 'ইয়ামালকে নিয়ে যতই হইচই হোক, মেসি অন্য গ্রহের", বিতর্ক  এবার থামিয়ে দিলেন খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

2/9

 ১৯৮৬ পর ২০২২। মেসির হাতে ধরে ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

3/9

আর্জেন্টিনার সেই বিশ্বজয়ী দলের কোচ ছিলেন লিওনেল স্কালোনি।

4/9

 সম্প্রতি বিশ্বের সেরা তিন ফুটবলারকে বেছে নিয়েছেন স্কালোনি। কিন্তু সেই তালিকায় স্থান পাননি মেসি!

5/9

 স্কালোনি বিচারে এই মহূর্তে বিশ্বের সেরা ফুটবলার ফ্রান্সের কিলিয়ান এমবাপে। 

6/9

গতবার কাতার বিশ্বকাপে নজর কেড়েছিলেন এই ফরাসি তারকা। আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ফাইনালে।

7/9

 স্কালোনির তালিকায় দ্বিতীয় স্থানে বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল।

8/9

 তৃতীয় সেরা ফুটবলার হিসেবে  অবশ্য নির্দিষ্ট করে কারও নাম বলেননি স্কালোনি। তাঁর মতে, 'লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ—দুজনেই হতে পারে। দুজনেই আমাদের দলে গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত ফর্মে আছে'।

9/9

 বিশ্বের সেরা তিন ফুটবলারের তালিকায় মেসি নাম না থাকায় দানা বাঁধে বিতর্ক। স্কালোনি বলেছেন, মেসিকে আমি তালিকা থেকে বাইরে রেখেছি। কারণ, মেসি অন্য়গ্রহের।