Pataudi-Sharmila থেকে Virat-Anushka! রইল বলিউড ও বাইশ গজের যুগলবন্দির ইতিহাস

Subhapam Saha Fri, 04 Jun 2021-10:27 pm,

১) মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর (Mansoor Ali Khan Pataudi and Sharmila Tagore) বলিউডের সঙ্গে বাইশ গজের বৈবাহিক বন্ধনে জড়িয়ে পড়ার দীর্ঘ ইতিহাস। তার সূত্রপাত প্রাক্তন ভারত অধিনায়ক ও মনসুর আলি খান পতৌদি প্রথম শর্মিলা ঠাকুরের বিয়ে দিয়ে। নবাবের সঙ্গে ঠাকুর পরিবারের মেয়ের বিয়ে হয় ১৯৬৮ সালে। তাঁদের তিন সন্তান সইফ আলি খান (Saif Ali Khan), সোহা আলি খান (Soha Ali Khan) ও সাবা আলি খান (Saba Ali Khan)।

 

২) বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma) এরপরেই বলতে হবে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলি ডিভা অনুষ্কা শর্মার কথা। তাঁদের প্রেম থেকে বিয়ে পর্যন্ত যে পরিমাণ চর্চা হয়েছে, তা এর আগে সম্ভবত আরও কোনও বলিউডের ক্রিকেট কানেকশন নিয়ে হয়নি। ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে বিরুষ্কার আলাপ। তারপর দীর্ঘ চার বছর ডেটিং করার পর তাঁরা বিয়ে করেন ২০১৭ সালে। ভারতে নয় সুদূর ইতালিতে চার হাত এক হয়েছিল। এখন তাঁদের ঘর আলো করে এসেছে ছোট্ট ভামিকা।

৩) রবি শাস্ত্রী ও অমৃতা সিং (Ravi Shastri and Amrita Singh) ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের তারকা ক্রিকেটার ও অধুনা জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। আটের দশকে শাস্ত্রী বাইশ গজে ফুল ফোটাচ্ছেন। অন্যদিকে অমৃতাও সিলভার স্ক্রিনে ঝড় তুলছেন। অমৃতার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন শাস্ত্রী। তাঁদের সম্পর্ক নিয়েও প্রচুর চর্চা হয়েছিল সেসময়। ম্যাগাজিনের প্রচ্ছদের জন্যও একাধিক ফটোশুটও করেন তাঁরা। এও জানা যায় যে, ১৯৮৬ সালে তাঁরা এনগেজমেন্টও সেরে নেন। কিন্তু শাস্ত্রী-অমৃতার বিয়ে হয়নি কখনও।

৪) নীনা গুপ্তা এবং স্যার ভিভ রিচার্ডস (Neena Gupta and Sir Vivian Richards) আটের দশকে দেশের সফল অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে সম্পর্ক হয়েছিলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের। ভিভ তাঁর স্ত্রী মারিয়মকে ডিভোর্স দিতে পারেননি, কিন্তু নীনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁদের এক কন্যা সন্তান হয়। যিনি এখন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা। নীনা বলিউডের প্রথম কুমারী মা নীনা গুপ্তা। মাসাবাকে তিনি একাই বড় করেছেন। তব নীনা আজ আক্ষেপ করেন বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে আসার জন্য।

 

৫) মহম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি (Mohammed Azharuddin and Sangeeta Bijlani) আরেক প্রাক্তন অধিনায়ক ও দুরন্ত ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিনও নায়িকার প্রেমেই পড়েছিলেন। আজহারউদ্দিন ও সঙ্গীতার ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নয়ের দশকে ছিল চর্চার বিষয়। ১৯৯৬ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু দীর্ঘ বৈবাহিক জীবনে ছেদ পড়ে ২০২১ সালে। ২০১৬ সালে আজহারউদ্দিনকে নিয়ে বায়োপিক বানান টনি ডি'সুজা। আজহারের ভূমিকায় অভিনয় করেন ইমরান হাশমি (Emraan Hashmi)। সঙ্গীতা বিজলানির ভূমিকায় অভিনয় করেছিলেন নারগিস ফকরি (Nargis Fakhri)

 

৬) রীনা রায় এবং মহসিন খান (Reena Roy and Mohsin Khan) আটের দশকে সাফল্যের চূড়ায় ছিলেন অভিনেত্রী রীনা রায়। অনেকের সঙ্গেই তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু প্রাক্তন পাক ক্রিকেটার মহসিন খানের প্রেমে পড়ে রীনা অভিনয় ছাড়েন। দু'জনে লুকিয়ে বিয়েও করেন। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। রীনা-মহসিনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁদের একটি কন্যা সন্তান হয়। যাঁর নাম জন্নত। যদিও মহসিন পড়ে বিয়ে করেন অন্য একজনকেই।

৭) গ্যারি সোবার্স ও অঞ্জু মহেন্দ্রু (Garfield Sobers and Anju Mahendru) সাতের দশকে ঘটনা। তখন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার স্যার গ্যারি সোবর্সের সঙ্গে ভারতীয় অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুর সম্পর্ক নিয়ে বেশ জল্পনা হয়েছিল। শোনা যায় তাঁরা নাকি সেসময় ডেটিং করেছিলেন।

 

৮) হরভজন সিং ও গীতা বসরা (Harbhajan Singh and Geeta Basra) দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার হরভজন সিংও বিয়ে করেন এক অভিনেত্রীকেই। তাঁর জীবনসঙ্গিনী গীতা বসরা। দীর্ঘদিনের প্রেম-ভালবাসার পর্বের পর ২০১৫ সালে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন।

 

৯) যুবরাজ সিং ও হেজেল কিচ ( Yuvraj Singh and Hazel Keech) জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন বিশ্ববন্দিত অলরাউন্ডার যুবরাজ সিংও রয়েছেন এই তালিকায়। হিন্দি ছবির অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে তিন বছর ডেটিং করেন তিনি। তারপরেই যুবির বিয়ের প্রস্তাবে সম্মতি দেন হেজেল। ২০১৬ সালে যুবি-হেজেলের বিয়ে সম্পন্ন হয়।

 

১০) জাহির খান ও সাগরিকা ঘাটগে (Zaheer Khan and Sagarika Ghatge) দেশের সর্বকালের অন্যতম সেরা পেসার জাহির খান চুটিয়ে প্রেম করেন হিন্দি ও মারাঠি অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে। ২০১৭ সালে দেশের বিশ্বকাপ জয়ী পেসার 'চক দে ইন্ডিয়া' খ্যাত সাগরিকার সঙ্গে বিয়ে করেন ২০১৭ সালে। দু'জনে চুটিয়ে ঘর-সংসার করছেন এখন।

১১) হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ (Hardik Pandya and Natasa Stankovic) দেশের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া বলি-ক্রিকেট যোগের সাম্প্রতিক সংযোজন। গতবছর সার্বিয়ান ডান্সার ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন তিনি। নাতাশা বলিউডেও কাজ করেছেন। হার্দিক-নাতাশার একটা ফুটফুটে সন্তানও রয়েছে। তার নাম অগস্ত্য।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link