EXPLAINED | Living Nostradamus Prediction: ২৪-এর শেষেই বিশ্বযুদ্ধে ছারখার পৃথিবী?...! ভয়ংকর ভবিষ্যদ্বাণী করলেন 'নস্ত্রাদামুস'

Living Nostradamus Prediction: ২৪-এর শেষেই বিশ্বযুদ্ধে ছারখার পৃথিবী?...! ভয়ংকর ভবিষ্যদ্বাণী করলেন 'নস্ত্রাদামুস'  

Dec 13, 2024, 18:51 PM IST
1/5

'জীবন্ত নস্ত্রাদামুস'-এর ভবিষ্যদ্বাণী

 Living Nostradamus Prediction

ফরাসি ভবিষ্যদ্বক্তা নসট্রাদামুস এবং বুলগেরিয়ান রহস্যময় মানুষ বাবা ভাঙ্গা পৃথিবীবিখ্যাত মানুষ। কিন্তু তাঁরা আজ প্রয়াত। এই প্রজন্ম খুঁজে নিয়েছে 'জীবন্ত নস্ত্রাদামুস'কে! তাঁর নাম আথোস সালোমি। যা যা বলেছে তাই মিলিয়ে দিয়েছেন অক্ষরে অক্ষরে!  

2/5

কে এই আথোস সালোমি?

Who Is Athos Salome?

আথোস সালোমি হলেন ৩৬ বছর বয়সী এক ব্রাজিলিয়ান প্যারাসাইকোলজিস্ট। সাম্প্রতিক সময়ে যা যা  ভবিষ্যদ্বাণী করেছেন সবই মিলেছে!  

3/5

আথোস সালোমির ভবিষ্য়দ্বাণী

Athos Salome Prediction

কোভিড-১৯ মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন  আথোসই! বলে দিয়েছিলেন এলন মাস্ক ট্যুইটার কিনবেন (এখন এক্স)। এখানেই শেষ নয় রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কথাও বলেছিলেন প্যারাসাইকোলজিস্ট। আথোস সালোমি জানিয়েছিলেন মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মধ্য়ে যুদ্ধ বাঁধবে। তৃতীয় বিশ্বযুদ্ধের হাড়হিম করা সতর্কবার্তাও দিলেন আথোস।  

4/5

বিশ্বযুদ্ধ নিয়ে আথোস সালোমির ভবিষ্য়দ্বাণী

Athos Salome Prediction On World War

এক ব্রিটিশ দৈনিতে আথোস বলেন, 'এই যুদ্ধ শুধু পুরুষের নয়, যন্ত্রের যুদ্ধ বাঁধবে। ইউক্রেনের রুশ আগ্রাসনের নতুন মাত্রায় চলে গিয়েছে। ডিনিপ্রো শহরের দিকে তারা ওরেশনিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে, রাশিয়া যে কোনও ভাবে নিজেকে রক্ষা করতে প্রস্তুত। অসংলগ্ন কথোকথন এবং সংঘাতে জড়িত হওয়ার জন্য উচ্চ-প্রযুক্তি সরঞ্জাম নিয়ে তৈরি রাশিয়া। ফলে নিশ্চিত ভাবেই বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে..'  

5/5

নসট্রাদামুস-বাবা ভাঙ্গা-আথোস

 Prediction On World War

নসট্রাদামুস এবং বাবা ভাঙ্গা দু'জনের কথাই মিলে গিয়েছে হুবহু। ২০২৫ সাল নিয়ে নসট্রাদামুস বলেছেন যে, ইউরোপে ভয়ংকর নিষ্ঠুর এক যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি ঘটবে। বলেছেন পুরনো আগ্নেয়গিরি জেগে উঠবে, ভয়ংকর বন্যা হবে! এর অর্থ দুজনেই ২০২৫ সাল নিয়ে একই সুরে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। এবার তো আথোস সেই ইঙ্গিতই দিলেন! তাহলে?