1/5
2/5
ইমাম মওলানা মহম্মদ শফিক কাশমি জানান, "আজ বুধবার থেকে সমস্ত রকম জমায়েত নিষেধ করে দেওয়া হচ্ছে নাখোদা মসজিদে। মসজিদে এসে কোনওরকম জমায়েত করে নমাজ পড়া যাবে না। প্রত্যেকে নিজের নিজের বাড়িতে নমাজ পড়বেন। প্রার্থনা করবেন। মাত্র ৪ থেকে ৫ জন মসজিদের ভিতরে ঢুকবেন। তাঁরাই মসজিদে আযান দেওয়া, নামাজ পড়া ইত্যাদি ধর্মীয় আচার-আচরণ পালন করবেন।"
photos
TRENDING NOW
3/5
4/5
ইমাম বলেন, এই করোনা অত্যন্ত বিপজ্জনক একটি রোগ। একে রুখতে সমগ্র দেশবাসীকে একসঙ্গে লড়তে হবে। তাই বাড়ির ভিতরে থাকুন। নিজেকে আবদ্ধ রাখুন। শরিয়তের সেই রকম নির্দেশ-ই দেওয়া রয়েছে বলে জানান তিনি। গ্রামাঞ্চলে মসজিদের ক্ষেত্রেও ২ থেকে ৩ জন ধর্মীয় আচার পালন করবেন। বাকিরা বাড়িতে থাকবেন বলে স্পষ্ট নির্দেশ দেন তিনি।
5/5
photos