থানায় লাইব্রেরি! এবার লক-আপে বসেই বই পড়ে অবসরযাপন

Soumitra Sen Mon, 28 Mar 2022-2:15 pm,

অভিনব উদ্যোগ মালদা থানার। অভিনব উদ্যোগ মালদা থানার আইসির। মালদা জেলায় এই প্রথম কোনও পুলিস থানার কারাগারে  লাইব্রেরি তৈরি হল। শুধুমাত্র বন্দিদের জন্য মালদা থানার উদ্যোগে তৈরি করা হল এই লাইব্রেরি। 

এই নজির স্থাপন করলেন আইসি হীরক বিশ্বাস। মালদা থানার কারাগারে লাইব্রেরি উদ্বোধন করলেন মালদা জেলা পুলিস সুপার অমিতাভ মৈত্র। এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জেলা পুলিসের কর্তা আধিকারিকেরা। 

 

কোনও আসামিকে ধরে আনার পর থানার লক-আপেই রাখা হয়। আবার কোনও অভিযুক্তকে পুলিসি রিমান্ডে নিলে তাকেও থানার কারাগারেই রাখা হয়। 

কিন্তু এই বন্দিদের কাছে সময় কাটানোর কোনও উপায় বা উপকরণ থাকে না। তাই মালদা থানার আইসি-র উদ্যোগে অভিযুক্ত বা অপরাধীদের সময় কাটানোর জন্য এই লাইব্রেরি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

মালদা থানার কারাগারের সামনেই তৈরি হয়েছে লাইব্রেরিটি। কারাগারের বাইরেই রাখা হয়েছে একটি আলমারি। এখানে রাখা রয়েছে বেশ কিছু বই। রয়েছে ধর্ম-সংক্রান্ত বইপত্র, উপন্যাস, ভ্রমণকাহিনি। 

আসামিরা নিজের পছন্দমতো বই নিয়ে পড়তে পারবেন। মালদা থানার পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলার সাধারণ মানুষ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link