আর কত করব! আমার রক্ত বিক্রি করলে কত টাকা উঠবে, জনতার আবদারে বললেন মমতা
কমলিকা সেনগুপ্ত: বড়গাছিয়ায় শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সভাতেই ভিড়ের মধ্যে থেকে মমতার কাছে উড়ে এল আবদার। তখন রাজ্যের আর্থিক অবস্থার কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী।
এদিন বড়গাছিয়ার সভায় রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, এক ইঞ্চিও জায়গা ছাড়ব না। নির্বাচন আসলে রাম রাম করতে থাকো। ৫ বছরে রাম মন্দির তৈরি করতে পেরেছো? প্রশ্ন মমতার।
এরপরই ভিড়ের মধ্যে থেকে দাবি ওঠে, বড়গাছিয়ায় একটি সুপারস্পেশালিটি হাসপাতাল দরকার। মমতা তখন বলেন,''আমি দেখে দেব। টাকা কোথা থেকে পাব। আর কত করব! আমার রক্ত বিক্রি করলে আর কত টাকা উঠবে''।
প্রশাসনিক বৈঠকে কেন বিষয়টি বলেননি, সেই কথাও স্মরণ করিয়ে দেন মমতা। বলেন,''আমায় মিটিংয়ে কেন বললেন না। আগে চিঠি লেখা উচিত ছিল। ডাক্তার কিনতে পাওয়া যায় না, লাড্ডু পাওয়া যায়। কোথা থেকে এতো টাকা পাব? আমি চেষ্টা করছি। আগে তো কিছুই হতো না। আমাদের চেষ্টার কোনও ত্রুটি নেই''।
মমতার কথায়,''আমি দুনম্বরি করিনি। টাকা থাকলে কাজ করি। মোদীর কেটলি এখন জেটলি। এত মিথ্যা কথা বলেন প্রধানমন্ত্রী! মা-বোনেরা মুখে সেলো টেপ দিয়ে দেবেন''।