Home Image: 
চেহারাটা বেশ ভাল, ৫৬ ইঞ্চির জায়গায় ১১২ হলে আরও খুশি হব : মমতা
Domain: 
Bengali
Section: 
Home Title: 

চেহারাটা বেশ ভাল, ৫৬ ইঞ্চির জায়গায় ১১২ হলে আরও খুশি হব : মমতা

English Title: 
Loksabha Elections 2019: Mamata Banerjee mocks PM, Modi has good figure
Slide Photos: 

এরপরই মমতার খোঁচা, চা বারবার ফুটিয়ে খেলে বিষাক্ত হয়, এদিকে খুব চালু। বাপরে এত চালু বলল, এবার আমি চৌকিদার। এবার চৌকিদার হয়ে ভোট চাইতে এসেছেন। আপনারা বলুন, চৌকিদার... জবাব আসে, ''চোর হ্যায়''।    

মমতা আরও বলেন,''৫৬ ইঞ্চির (ছাতি) জায়গায় ১১২ ইঞ্চি হলে আরও খুশি হব। মানুষের শরীর ভাল হোক এটা আমি চাই। দীর্ঘজীবন লাভ করুন''। ২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তাঁর ছাতি ৫৬ ইঞ্চি।  আর তারপর থেকে '৫৬ ইঞ্চি'র মাহাত্ম্য প্রচার করে থাকে মোদীর সমর্থককুল।  

 তৃণমূল নেত্রীর দাবি, কোনওদিন চা খাইনি জীবনে। ঘি-টি খায়। চেহারাটা বেশ ভাল তো। আরও ভাল হোক আমি চাই।

 

মমতার কটাক্ষ,''আগে আয়নায় নিজের চেহারা দেখতে হয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে বলত আমি চাওয়ালা''। 

কোতুলপুরের সভায় মোদীকে হামলা করতে গিয়ে তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করেছেন মমতা। তাঁর কথায়,''৫ বছর ধরে রেডিওয় নিজের বাণী শুনেছেন। পাঁচ বছর আগে বলেছিলেন, আমি চাওয়ালা। কেটলি নিয়ে ঘুরে বেড়াতেন। এখন আছে জেটলি''। 

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক লড়াই থাকলেও আরোগ্য কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুরের জনসভায় তৃণমূল নেত্রী বলেন,''চেহারাটা বেশ ভালো তো। আরও ভালো হোক আমি চাই''।   

 

Publish Later: 
No
Publish At: 
Monday, May 6, 2019 - 20:06
Mobile Title: 
চেহারাটা বেশ ভাল, ৫৬ ইঞ্চির জায়গায় ১১২ হলে আরও খুশি হব : মমতা
Facebook Instant Gallery Article: 
No