ছবি: বুনিয়াদপুরে জায়গা না পেয়ে গাছে উঠলেন ভক্তরা, দেখে কী পরামর্শ নমোর?
অঞ্জন রায়: মোদীকে ঘিরে গেরুয়া আবেগের সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর। মোদী, মোদী শব্দব্রহ্মে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন বিজেপির নেতা-কর্মীরা। এমনকি গাছেও উঠে পড়লেন 'মোদীভক্ত'রা।
ভিড় দেখে আপ্লুত খোদ প্রধানমন্ত্রীও। চিরাচরিত ঢঙে শুরু করলেন 'ভারত মাতা কি'... জবাব এল 'জয়'।
প্রধানমন্ত্রী বলেন, ''হেলিকপ্টারে আসার সময় দেখছিলাম, পাঁচ কিলোমিটার বৃত্তে চারদিক থেকে লোকে আসছেন। পায়ে হেঁটে আসছেন সকলে। এদিক (ডান দিকে হাত দেখিয়ে) থেকে দেখছি লোক আসছে, এদিক (বাম দিকে হাত দেখিয়ে) থেকেও আসছে লোক। মনে হচ্ছে, দুদিকেই একইরকম সভা হচ্ছে। অসাধারণ কাজ করেছেন আপনারা''।
এরপরই প্রধানমন্ত্রীর নজর যায় গাছের উপরে উঠে থাকা সমর্থকদের দিকে। এর আগে কর্ণাটকেও এমন দৃশ্য দেখেছিলেন নমো। কর্মীদের গাছ থেকে নেমে আসার পরামর্শ দিয়েছিলেন। বুনিয়াদপুরেও সেটাই করলেন।
মোদী বলেন,''যাঁরা গাছে চড়েছেন নিরাপদ আছেন তো? নিজেদের সামলান। বাংলায় বিজয় দেখতে হবে আপনার। আর বিজয়ী বাংলায় নিজেদের স্বপ্নও পূরণ করতে হবে''।
জনতার আবেগকে আরও উদ্বেলিত করে বাংলায় প্রধানমন্ত্রী বলেন,''আমার প্রিয় বাংলার ভাই-বোনেরা, আপনারা বৈশাখের গরম উপেক্ষা করে এই সভায় এসেছেন। আপনারা এসেছেন উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে। মালদহ থেকে। আপনারা এসেছেন নতুন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। সাদর অভিনন্দন ও প্রণাম''।
পশ্চিমবঙ্গে ২৩টি আসন জেতার লক্ষ্য নিয়েছেন বিজেপি। এরাজ্য থেকে এবার ভাল সংখ্যক আসন মিলতে পারে বলে আশায় বুক বেঁধেছেন মোদী-শাহ। শনিবার বুনিয়াদপুরের সভায় মোদী বলেন, ''গোটা দেশ বলছে, পশ্চিমবঙ্গে এবার বড় কিছু হতে চলেছে। কী বড় হচ্ছে? কেমন ঝড় উঠেছে? আপনাদের স্নেহ ও বিশ্বাস সেটা দেখাচ্ছে। ভাই-বোনেরা আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ''।
প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার লোভে ভিড় এগিয়ে আসছে সামনের দিকে। হুড়োহুড়ি হচ্ছে দেখে ভাষণ থামিয়ে মোদী বলেন, ''আর জায়গা নেই। যেখানে আছেন, সেখানেই দাঁড়িয়ে থাকুন। অদ্ভূত ভালবাসা আপনাদের''।
এরপরই নমোর প্রত্যয়ী ঘোষণা, পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, স্পিডবেকার দিদি ২৩ মে-র পর বুঝতে পারবেন। জনতার সঙ্গে গুন্ডামির ফল কী হয়!
ভিড় তখন সোল্লাসে মোদী, মোদী করে চলেছে। যা প্রধানমন্ত্রীর সভায় বেশ প্রত্যাশিতই।