পাটনা থেকে কলকাতায় পাচারের সময় উদ্ধার প্রচুর টিয়া ও ময়না
মৌপিয়া নন্দী: পাটনা থেকে কলকাতায় পাচার হওয়ার সময় উদ্ধার করা হল প্রচুর টিয়া পাখি। যার মধ্যে বেশ কিছু হিল ময়নাও রয়েছে।
বাজেয়াপ্ত একটি ২০৭ গাড়ি। বুধবার গাড়ি ভর্তি পাখি উদ্ধার করে বর্ধমান ফরেস্ট ডিভিশনের আধিকারিক।
বনদফতর সূত্রে খবর, সূত্র মারফত খবর মেলে যে, একটি ২০৭ গাড়ি করে পাটনা থেকে কলকাতায় প্রচুর পাখি আসছে।
সেই অনুযায়ী অনুযায়ী দুর্গাপুর ফরেস্ট ডিভিশন ও বর্ধমান ফরেস্ট ডিভিশন যৌথ ভাবে জাতীয় সড়কের ওপর পৌঁছে যায় আগে থেকেই। সন্দেহভাজন গাড়িটি পৌঁছন মাত্রই সেটি তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার হয়। এই ঘটনায় দু-জনকে আটক করে কার কাছে যাচ্ছিল, কে পাঠিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গিয়েছে, পাটনা, হাজারিবাগ থেকে, দুর্গাপুর, বর্ধমান হয়ে কলকাতা এবং অন্যান্য শহরে পাখিগুলো পাচার করা হচ্ছিল। গাড়ি বদল করার সময় দুর্গাপুর-পানাগড়ে গাড়ি বদলের সময় বর্ধমান বন বিভাগের জালে ধরা পরে চক্রটি। ঘটনায় ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয়েছে।