Malaika Arora: অর্জুন অতীত, ছেলের বন্ধুর প্রেমে মশগুল মালাইকা! কে এই রাহুল?

Thu, 12 Dec 2024-8:37 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মডেল-অভিনেত্রী মালাইকা আরোরার। সম্প্রতি তাঁদের বক্তব্য়েই তা স্পষ্ট। 

 

শোনা যাচ্ছে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরেই নতুন প্রেমে মজেছেন মালাইকা। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে। 

 

শোনা যাচ্ছে, মালাইকার এই নয়া প্রেমিক নাকি অর্জুনের চেয়েও কম বয়সী। সেই প্রেমিক তাঁর ছেলে আরহানের বন্ধু। 

 

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার একটা ভিডিও। সেখানে আরহানের বন্ধু রাহুল বিজয়ের সঙ্গে একটি রেস্তরাঁ থেকে বের হতে দেখা যায় মালাইকাকে। তা দেখেই হইচই পড়ে যায় নেটপাড়ায়।

 

শুধু রেস্তরাঁ নয়, এপি ধিলোঁর কনসার্টেও একসঙ্গে দেখা যায় দুজনকে। সেই ছবি রাহুলই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

 

ছবি দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন মালাইকা। কিন্তু কে এই রাহুল?

 

মালাইকার সঙ্গে আলোচনায় আসা রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট। জি-কিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। 

 

এছাড়াও রাহুল বিনোদন জগতের সাথেও দীর্ঘদিন সংযুক্ত রয়েছেন। সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। 

 

চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি। সম্প্রতি অর্জুন স্পষ্ট করে দেন যে তিনি সিঙ্গল। এরই মাঝে মালাইকার জীবনে নতুন পুরুষের আগমন। 

 

যদিও রাহুলের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ মালাইকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link