Mamata Banerjee Health Update: বাড়িতে কী কী নিয়ম মানতে হবে Mamata-কে?

Mar 12, 2021, 23:11 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ডাক্তাররা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও দু'দিন থাকুন হাসপাতালে। তবে বাড়ি ফিরতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে সম্মতি দেন চিকিৎসকরা। তবে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে মুখ্যমন্ত্রীকে। হুইলচেয়ারে এ দিন উডবার্ন ওয়ার্ড থেকে বের হন মুখ্যমন্ত্রী। হাতজোড় করেন সকলের উদ্দেশে।           

2/5

মুখ্যমন্ত্রীকে কী কী মানতে হবে?

পায়ে চাপ দেওয়া নয় কোনওভাবেই। পা ঝুলিয়ে বসা যাবে না।

3/5

মুখ্যমন্ত্রীকে কী কী মানতে হবে?

যতটা সম্ভব পা তুলে রাখতে হবে। প্লাস্টারের সামনে অংশ ফুললে আইসপ্যাক লাগানো যেতে পারে।

4/5

মুখ্যমন্ত্রীকে কী কী মানতে হবে?

শোয়ার সময় পায়ের নীচে বালিশ দিয়ে শুতে হবে। 

5/5

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক। এ দিন তাঁর প্লাস্টার খুলে ভিতরের আঘাত পর্যবেক্ষণ করেন চিকিৎকরা। ফোলাভাব কমেছে। গোড়ালির আঘাত অনেকটাই সেরেছে। ৭ দিন পর পর্যবেক্ষণ করবে মেডিক্যাল বোর্ড।