Mamata Banerjee Health Update: বাড়িতে কী কী নিয়ম মানতে হবে Mamata-কে?
নিজস্ব প্রতিবেদন: ডাক্তাররা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও দু'দিন থাকুন হাসপাতালে। তবে বাড়ি ফিরতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে সম্মতি দেন চিকিৎসকরা। তবে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে মুখ্যমন্ত্রীকে। হুইলচেয়ারে এ দিন উডবার্ন ওয়ার্ড থেকে বের হন মুখ্যমন্ত্রী। হাতজোড় করেন সকলের উদ্দেশে।
পায়ে চাপ দেওয়া নয় কোনওভাবেই। পা ঝুলিয়ে বসা যাবে না।
যতটা সম্ভব পা তুলে রাখতে হবে। প্লাস্টারের সামনে অংশ ফুললে আইসপ্যাক লাগানো যেতে পারে।
শোয়ার সময় পায়ের নীচে বালিশ দিয়ে শুতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক। এ দিন তাঁর প্লাস্টার খুলে ভিতরের আঘাত পর্যবেক্ষণ করেন চিকিৎকরা। ফোলাভাব কমেছে। গোড়ালির আঘাত অনেকটাই সেরেছে। ৭ দিন পর পর্যবেক্ষণ করবে মেডিক্যাল বোর্ড।