১০২ বছর বয়সে দৌড়ে সোনা জিতলেন পঞ্জাবের ‘তরুণী’
বয়স ১০২ বছর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে লড়ে এখনও সোনা আনছেন তিনি। অবাক হচ্ছেন! হওয়ারই কথা। তিনি হলেন পঞ্জাবের বৃদ্ধা মন কউর।
স্পেনের ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মন কউর।
এই প্রতিযোগিতায় ৩৫ উর্দ্ধ প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। মন কউর অংশগ্রহণ করেছিলেন ১০০ থেকে ১০৪ বছর বয়সের ক্যাটাগরিতে।
এই ক্যাটাগরিতে মন কউর ২০০ মিটার দৌড় সম্পন্ন করেছেন মাত্র ৩ মিনিট ১৪.৬৫ সেকেন্ডে।
এই বয়সে কীভাবে অনুপ্রেরণা পান কউর? তিনি জানিয়েছেন, ৭০ বছরের ছেলের কাছ থেকেই এই অনুপ্রেরণা পেয়েছেন। ছেলে গুরদেব সিংও জাতীয় স্তরের অ্যাথলিট।
তবে, প্রথম থেকেই কউর অ্যাথলিট ছিলেন না। ছেলের উত্সাহে ‘মাত্র’ ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়। এরপর আর থেমে থাকেননি তিনি।
এই বয়সে শরীর কীভাবে ফিট রয়েছে সেটাই সবার কাছে বিস্ময়। কিন্তু কউর বলেন, বিস্ময়ের কিছু নেই। গোটা জীবন কড়া নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে কাটিয়েছি।
কীভাবে? রোজ সকালে ৬ টার সময় উঠে মাঠে গিয়ে শরীর চর্চা করেন। খাওয়া-দাওয়ায় যথেষ্ট কড়া তিনি।
কউরে জন্ম ১৯১৬। একশো বছর পার করে ফেলেছেন। এখন থেমে থাকার প্রশ্ন নেই বলে মনে করেন। জাপানে ২০২০ মাস্টার গেম-এ সোনার পদক পাওয়াটাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।