Meghalaya Missing Couple: 'রাজা কাছে আসছে, আমি পছন্দ করছি না...' সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট! বিয়ের ৩ দিন পরই..

Chat reveals Sonam Raghuvanshi and Raj Kushwaha love story: বিয়ের কয়েকদিন আগেও সোনমদের বাড়িতে আসেন রাজ। বিয়ের মাত্র ৩ দিন পরই...   

| Jun 10, 2025, 04:33 PM IST
1/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজাকে খুন! প্রেমিক রাজের সঙ্গে ছক কষেই স্বামীকে খুন! খুনের দায়ে ইতিমধ্যেই গ্রেফতার নববধূ সোনম, প্রেমিক রাজ সহ মোট ৫ জন। খুনের তদন্ত যত এগোচ্ছে, ততই পরতে পরতে রহস্য উন্মোচন হচ্ছে। এবার সামনে এল সোনম ও প্রেমিক রাজের চাঞ্চল্যকর চ্যাট। 

2/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

যে চ্যাটে সোনম রাজকে লিখেছেন, 'রাজা কাছে আসছে, আমি তাকে মোটেও পছন্দ করি না...'। বিয়ের মাত্র ৩ দিন পরই সোনম ও রাজ মিলে রাজাকে খুনের ষড়যন্ত্র করে। আর খুনের জন্য বেছে নেয় হানিমুন ট্রিপকেই। রাজের সঙ্গে সোনমের চ্যাটে উঠে এসেছে এমনই হাড়হিম তথ্য।

3/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

সোনমের (২৬) থেকে বয়সে ৫ বছরের বড় ছিল রাজা (৩১) । ওদিকে রাজ (২১) ছিল ৫ বছরের ছোট। ৫ বছরের বড় রাজা রঘুবংশীকে বিয়ে করলেও, বিয়ের আগে থেকেই সোনমের সম্পর্ক ছিল তাঁর থেকে বয়সে ৫ বছরের ছোট রাজ কুশওয়ার সঙ্গে।  

4/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

সোনমের বাবার প্লাইউডের ব্যবসা। সেই কারখানাতেই কাজ করতেন রাজ। সোনমও তাঁর পড়াশোনা শেষ করার পর বাবার প্লাইউডের ব্যবসার কাজে যোগ দেন। সেখানেই তাঁর সঙ্গে রাজ কুশওয়াহার দেখা হয়। 

5/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

কারখানায় সোনমের সহকর্মীদের মধ্যেই ছিলেন রাজ কুশওয়াহা। একই কারখানায় কাজ করার পাশাপাশি রাজ সোনমদের সঙ্গে এক পাড়াতেই থাকতেন। এই ঘনিষ্ঠতা থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

6/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

কারখানাতেও তাঁরা মাঝে মাঝে একসঙ্গে যেতেন। কারখানার কর্মীরাও তাঁদের দুজনকে অনেকবার একসঙ্গে দেখেছেন। এমনকি বিয়ের কয়েকদিন আগে রাজ সোনমদের বাড়িতেও আসেন। 

7/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

ইন্দোরে ধূমধাম-জাঁকজমক করেই রাজার সঙ্গে বিয়ে হয় সোনমের। কিন্তু বিয়ের মাত্র ৩ দিন পরই সোনম ও রাজ মিলে রাজাকে খুনের ষড়যন্ত্র করে। আর খুনের জন্য বেছে নেয় হানিমুন ট্রিপকেই।

8/8

রাজাকে খুনের ষড়যন্ত্র, সোনম-রাজের 'বিস্ফোরক' চ্যাট!

Meghalaya Missing Couple Honeymoon Murder Sonam Raghuwanshi Raj Kushwaha chat

১১ মে রাজার সঙ্গে সোনমে বিয়ে হয়। ২০ মে নবদম্পতি মেঘালয়ে হানিমুনে যান। ২৩ মে থেকে নিখোঁজ হয়ে যান রাজা, সোনম দুজনেই। এরপর ২ জুন হোমস্টের ধারে পাহাড়ের খাদে রাজার দেহ উদ্ধার হয়।