মোদী থাকলে সবই সম্ভব, রাজ্যকে একটি স্থায়ী সরকার দেবে বিজেপি: ফডণবীস
সকালেই ঠিক হয়ে যায় সবকিছু। ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডণবীস। বিকালে এলেন দলের সদর দফতরে। এখনে ফডণবীস বলেন, রাজ্যে একটা স্থায়ী সরকার দিতে পারবে বিজেপি।
দলের নেতাদের ফডণবীস বলেন, মোদী থাকলে সব সম্ভব।
বেলা গড়াতেই বিরোধীদের আক্রমণের জবাব দিতে নামেন বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, নির্বাচনের প্রচারের শুরু থেকেই ফডণবীসকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল। নির্বাচনে শিবসেনার সাফল্যের পেছনে ওই প্রচারের অবদান রয়েছে।
বেলা গড়াতেই বিরোধীদের আক্রমণের জবাব দিতে নামেন বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, নির্বাচনের প্রচারের শুরু থেকেই ফডণবীসকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল। নির্বাচনে শিবসেনার সাফল্যের পেছনে ওই প্রচারের অবদান রয়েছে।
রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হল মুম্বই। এই রাজ্যটিও বিশাল। এরকম এক রাজ্যকে ষড়যন্ত্র করে দখল করার চেষ্টা করেছিল এনসিপি-কংগ্রেস-শিবসেনা। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।