Monami Ghosh: বাংলার উর্ফি ‘ফ্যাশনিস্তা’ মনামী! ফিল্মফেয়ারে একের পর এক তাজ্জব করা লুক...

Monami Ghosh Viral Dress: ইনস্টা পোস্টে নায়িকা লেখেন, 'আমার এই ফ্যাশনের পেছেন আলাদা গল্প লুকিয়ে আছে। আমার পরনে যে ফ্রকটা রয়েছে সেটা প্লাস্টিক রি-সাইকেল করে তৈরি করা। আর হাতের কাচের ব্যাগে জীবন্ত মাছ। সামুদ্রিক প্রাণীদের জীবনসংকটের বার্তা দিতেই এই পোশাক পরিকল্পনা।'

Mar 19, 2025, 15:02 PM IST
1/7

মনামী ঘোষ

Monami Ghosh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও বস্তার শাড়ি তো কখনও প্লাস্টিক কিংবা দড়ির ড্রেস। ছক ভাঙা ফ্যাশনে বেশকিছু দিন ধরেই তাক লাগাচ্ছেন মনামী। তবে এবারের ফিল্মফেয়ারে তাজ্জব করলেন অভিনেত্রী। 

2/7

মনামী ঘোষ

Monami Ghosh

এক্সপেরিমেন্টাল লুক করতে বরাবরই ভালোবাসেন তিনি। ফিল্মফেয়ারের প্রথমদিন তাঁকে দেখা গেল সাদা দড়ির স্কার্ট এবং টপে। এমনকী গলার চোকারও ছিল দড়ির। ৪৫ কেজি ওজনের এআই ইন্সপায়ার ড্রেস পরেছিলেন মনামী। 

3/7

মনামী ঘোষ

Monami Ghosh

প্রথমে ৮০ কেজি ওজন থাকলেও অভিনেত্রীর ওজনের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হয় এই ড্রেস।  আর তাতেই ফিল্মফেয়ার-এর লাল গালিচায় শুধু স্পটলাইটই কেড়ে নিলেন না, বরং প্রশংসাও কুড়োলেন। 

4/7

মনামী ঘোষ

Monami Ghosh

 মনামী ঘোষের পরনে রিসাইকেলড প্লাস্টিকের জামা। কোনও গয়না নয়, বরং হালকা মেকআপ, লিপস্টিকেই মোহময়ী মনামী। সাদা রঙের শর্ট লেন্থ ফ্রক প্লাস্টিক দিয়ে তৈরি। আর তাঁর হাতে ছিল কাচের ব্যাগ।

5/7

মনামী ঘোষ

Monami Ghosh

যাতে ছিল জল ভরা আর সেখানে ছিল একটি জীবন্ত মাছ। সেই জলে ভরা ব্যাগ ও মাছ নিয়েই তিনি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন। যা দেখে তারিফ করলেন খোদ জয়া আহসানও। 

6/7

মনামী ঘোষ

Monami Ghosh

ব্যাগ হাতে নিয়ে ভাল করে দেখে উত্তেজনা চেপে রাখতে পারেননি জয়া। সাহসী পোশাক নির্বাচনের জন্য চলতিবছর সেরা পুরস্কারও জিতে নিয়েছেন মনামী ঘোষ। 

7/7

মনামী ঘোষ

Monami Ghosh

এবার বছরের সেরা ট্রেন্ডসেটার হয়েছেন মিমি চক্রবর্তী। ফিট অ্যান্ড ফ্যাবিউলাস হলেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী। বর্ষসেরা হটস্টেপার অর্জুন চক্রবর্তী, রুক্মিণী মৈত্র। সেরা ফ্যাশন সচেতন তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। সর্বকালের স্টাইল আইকন শর্মিলা ঠাকুর। সেরা স্টাইলিশের পুরস্কার জিতলেন পরিচালক রাজ চক্রবর্তী।