Boro Maa Naihati: দুঃসাহসিক! নৈহাটির বড় মাকে জড়িয়ে এ কী? বড় মা`র নামে ওয়েবাসইট খুলে তার মাধ্যমে...

Soumitra Sen Sat, 21 Dec 2024-3:27 pm,

কী কাজ? নৈহাটির বড়মায়ের (Boro Maa Naihati) নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খোলা হয়েছে।  (তথ্য: বরুণ সেনগুপ্ত)

দাবি করা হচ্ছিল, সেই ওয়েবসাইটের মাধ্যমে বড় মার (Naihati Boro Maa) পুজো দিতে পারা যাবে। আর এটা বলে টাকা-পয়সা তুলছিল তাঁরা। (তথ্য: বরুণ সেনগুপ্ত) 

আজ বড়মা (Boro Maa) পুজো কমিটি ট্রাস্টের পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ জানানো হয়। (তথ্য: বরুণ সেনগুপ্ত)

সেই অভিযোগের ভিত্তিতে নৈহাটি (Naihati)থানার উদ্যোগে ও রিষড়া (Rishra) থানার সহযোগিতায় তদন্ত-পর্ব এগিয়েছে। (তথ্য: বরুণ সেনগুপ্ত)

সেই তদন্তের জেরে সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। (তথ্য: বরুণ সেনগুপ্ত)

তার কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও একটি ব্যাংকের পাসবই উদ্ধার করে পুলিস। (তথ্য: বরুণ সেনগুপ্ত)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link