MPs salary hike: সাংসদের হাতে আসতে চলেছে এবার বিপুল টাকা! বাড়ছে ভাতা ও পেনশন, সঙ্গে প্রচুর সুযোগসুবিধা...

MPs And Former MPs To Get Salary Hike: দৈনন্দিন খরচ-খরচা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বৃদ্ধির কথা বলা হয়। এমনকী সিনিয়রিটির ভিত্তিতে হস্টেল রুম, অ্যাপার্টমেন্ট বা বাংলো পেতে পারেন। যাঁরা সরকারি আবাসন ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তাঁরা মাসিক আবাসন ভাতা পাওয়ার যোগ্য।

| Mar 25, 2025, 14:47 PM IST
1/6

বেতন বৃদ্ধি সাংসদদের!

MPs Salary Hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেতন বাড়ল সাংসদদের। একলাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের। সেই সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতাও।

2/6

বেতন বৃদ্ধি সাংসদদের!

MPs Salary Hike

প্রাক্তন সাংসদদের পেনশনও বৃদ্ধি করা হচ্ছে। এখন সাংসদরা মাসে বেতন বা ভাতা বাবদ ১ লক্ষ টাকা পান। এবার থেকে তা বেড়ে হতে চলেছে ‍১ লক্ষ ২৪ হাজার টাকা। 

3/6

বেতন বৃদ্ধি সাংসদদের!

MPs Salary Hike

দৈনিক ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা। প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩১ হাজার টাকা করা হল। 

4/6

বেতন বৃদ্ধি সাংসদদের!

MPs Salary Hike

সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসে। সেবার সাংসদদের বেতন নির্ধারণ করা হয় মাসে ১ লক্ষ টাকা। 

5/6

বেতন বৃদ্ধি সাংসদদের!

MPs Salary Hike

সাংসদরা ফোন এবং ইন্টারনেট ব্যবহারের জন্য বার্ষিক ভাতাও পান। তাঁরা নিজেদের এবং তাঁদের পরিবারের জন্য বছরে ৩৪টি বিনামূল্যে ডমেস্টিক ফ্লাইটে ভ্রমণ এবং পেশাদার এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনও সময় প্রথম শ্রেণির ট্রেন ভ্রমণ উপভোগ করেন। 

6/6

বেতন বৃদ্ধি সাংসদদের!

MPs Salary Hike

রাস্তা ব্যবহার করার সময় তাঁরা মাইলেজ ভাতাও দাবি করতে পারেন। সাংসদরা বার্ষিক ৫০,০০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং ৪,০০০ কিলোলিটার জলের সুবিধাও ভোগ করেন।