EXPLAINED | MS Dhoni: সবার আগে এখন ধোনি, পিছনে ফেললেন অমিতাভ-শাহরুখকে...ওদিকে কোহলির আগে সৌরভ!
MS Dhoni Surpasses Amitabh Bachchan And SRK: সবার উপরে চলে গেলেন এমএস ধোনি, পিছনে ফেলে দিলেন অমিতাভ-শাহরুখকেও!
2/7
বছরের প্রথম ভাগের ব্র্যান্ড এনডোর্সমেন্টসের হিসেবে শীর্ষে মাহি!
খেলার মাঠে তাঁকে এখন বছরের নির্দিষ্ট ক'টা দিনই দেখা যায়, আর তাতেও ধোনির ব্র্যান্ড এনডোর্সমেন্টে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। টিএএম মিডিয়া রিসার্চ সংস্থা এক রিপোর্ট পেশ করেছে মার্কিন মুলুকের নিয়েলসেন ও ব্রিটেনের কান্টারের সঙ্গে যৌথ উদ্যোগে। সেই রিপোর্ট বলছে যে, বছরের প্রথম ভাগের ব্র্যান্ড এনডোর্সমেন্টসের (জানুয়ারি-জুন) হিসেবে শীর্ষে মাহি! তিনি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও পিছনে ফেলে দিয়েছেন।
photos
TRENDING NOW
3/7
এমএস ধোনির ব্র্যান্ড এনডোর্সমেন্টের তালিকা
ধোনি সম্প্রতি Eurogrip Tyres -এর প্রচারমুখ হয়েছেন। Gulf Oil, Cleartrip, Master Card, Citroen, Lay's, ও Garuda Aerospace -এর মতো বড় বড় ব্র্যান্ডের সঙ্গেও তিনি যুক্ত। রিপোর্ট বলছে যে, বছরের প্রথম ভাগেই ধোনি ৪২টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। অমিতাভ সেখানে ৪১টি ব্র্যান্ডের সঙ্গে রয়েছেন। সেখানে বলিউড বাদশা ৩৪টি ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে আছেন।
4/7
১০ নম্বরে বিরাট কোহলি!
দেশের মোস্ট ভ্য়ালুয়েবল সেলিব্রিটিদের তালিকায় যদি চোখ বোলানো যায়, তাহলে দেখা যাবে বিরাট কোহলি রয়েছেন ১০ নম্বরে! কোহলি বছরের প্রথম ভাগে মোট ২১টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে কোহলির থেকে! ২৪টি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন মহারাজ। প্রথম দশে রয়েছেন করিনা কাপুর, অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী ও রণবীর সিং।
5/7
আগামী বছর আইপিএলেও ধোনি
৩ আইসিসি ও ৫ আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক ধোনি ! তিনি আদৌ আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল অনুরাগীদের মনে। কারণ এক তো তাঁর বয়স! দ্বিতীয়ত মাহির অবসরের ভাবনা। তবে জল্পনার অবসান। সকলকে স্বস্তির বার্তা দিয়ে চেন্নাই সুপার কিংস ধোনিকে ধরে রেখেছে। আসন্ন আইপিএল দেখবে মাহিকে।
6/7
সিএসকে-র রিটেনশন তালিকা
সিএসকে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি টাকা), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজার (১৮ কোটি) সঙ্গেই ধোনিকে ধরে রেখেছে। যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি টাকা! ধোনি এক-দুই কোটি টাকা নয়, ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা।
7/7
কীভাবে মাত্র ৪ কোটিতে সিএসকে পেল ধোনিকে?
একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড়ও আনক্যাপড হয়ে গিয়েছে এই আইপিএলে! যদি কোনও ক্রিকেটার নিলাম মরসুমের পাঁচ বছর আগে কোনও আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট ম্যাচ, ওডিআই, টি২০ আন্তর্জাতিক) না খেলে থাকেন বা বিসিসিআই-এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে তিনি হয়ে যাবেন 'আনক্যাপড'। এই নিয়ম শুধুই ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। ২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। আগামী বছর তাঁর অবসরের পাঁচ বছর পূরণ হবে। কিন্তু আইপিএলের মেগা নিলাম হয়ে যাবে তার আগেই। ধোনি ‘আনক্যাপড’ হয়ে গেলেন। ৪ কোটি টাকায় তাকে ধরে রাখল সিএসকে।
photos