প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভেঙে দিলেন অটল বিহারী বাজপেয়ীর রেকর্ড

Fri, 14 Aug 2020-12:26 am,

এবার অটল বিহারী বাজপেয়ীর রেকর্ড ভেঙে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই এখন সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকা নন-কংগ্রেসী ব্যক্তি। 

২২৬৮ দিন প্রধানমন্ত্রী পদে থেকে দায়িত্ব সামলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নন-কংগ্রেসী হিসাবে কোনও ব্যক্তির দেশের প্রধানমন্ত্রী পদে থাকা সর্বোচ্চ সময় ছিল সেটাই।  

২৬ মে ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে দ্বিতীয় দফায় তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। 

অটল বিহারী বাজপেয়ি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯-২০০৪, এই তিন দফায় তিনি প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন। নরেন্দ্র মোদী ২০১৪ ও ২০১৯, দুই দফায় প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন।

দেশের ইতিহাসে সব থেকে বেশিদিন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ইন্দিরা গান্ধী ছিলেন ১৫ বছর ৩৫০ দিন। মনমোহন সিং ১০ বছর চার দিন প্রধানমন্ত্রী ছিলেন। গুলজারি লাল নন্দা দেশের সব থেকে কমদিনের প্রধানমন্ত্রী ছিলেন। মাত্র ১৩ দিন তিনি দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link