Sunita Williams | Narendra Modi: 'প্রিয় সুনীতা, ভালো থেকো...', আকাশের ঠিকানায় চিঠি লিখলেন মোদী...

Sunita Williams Return: ৯ মাস পর ভারতীয় সময় বুধবার ভোর রাত ৩টে ২৭ মিনিটে পৃথিবীর বুকে ল্যান্ড করবেন সুনীতা ও বুচ উইলমোর। এবার সুনীতার উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর চিঠি জুড়ে রয়েছে আবেগঘন বার্তা। আমন্ত্রণ জানিয়েছেন ভারতেও। 

| Mar 18, 2025, 17:59 PM IST
1/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯ মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।   

2/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

নাসা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় বুধবার ভোর রাত ৩টে ২৭ মিনিটে পৃথিবীর বুকে ল্যান্ড করবেন সুনীতা ও বুচ উইলমোর।  

3/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

ফ্লোরিডা উপকূলে তাঁদের নিয়ে ল্যান্ড করবে ইলম মাস্কের সংস্থা SpaceX-এর Crew-10 মহাকাশযানটি।   

4/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

একাধিকবার প্রযুক্তিগত সমস্যার কারণে পিছিয়ে সুনীতার পৃথিবীতে ফেরত আসার প্রক্রিয়া। অবশেষে তাঁরা ফিরছেন আগামীকাল ভোরে।   

5/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

ভারতীয় সময় গত শনিবার ভোরে মহাকাশের উদ্দেশে রওনা দিল ক্রিউ টেন মহাকাশযান।    

6/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

১৮ মার্চ মহাকাশ থেকে রওনা দিয়েছেন সুনীতা ও বুচ। পৃথিবীতে ফিরতে তাঁদের সময় লাগবে ১৭ ঘণ্টা।   

7/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

ইতোমধ্যেই তাঁরা রওনা দিয়েছেন পৃথিবীর উদ্দেশ্যে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে তাঁরা ফিরছেন।   

8/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

এবার সুনীতার উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   

9/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

প্রধানমন্ত্রীর চিঠি জুড়ে রয়েছে আবেগঘন বার্তা। তিনি লেখেন, 'আপনি হাজার মাইল দূরে থাকলেও, আমার মনের কাছাকাছি রয়েছেন'।   

10/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

তিনি আরও লেখেন, 'ভারতীয়রা আপনাদের সুস্থতা ও সাফল্য কামনা করছে'।   

11/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

নরেন্দ্র মোদী তাঁর খোলা চিঠিতে সুনীতাকে ভারতের মেয়ে বলে উল্লেখ করেছেন। চিঠিতে তিনি জানান, সুনীতার জন্য সকল ভারতবাসী গর্বিত।   

12/12

সুনীতাকে খোলা চিঠি মোদীর

পৃথিবীতে ফিরে সুনীতাকে ভারতে আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।