এক ঝটকায় ৫৬ শতাংশ আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

Oct 26, 2018, 19:12 PM IST
1/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_1

দ্বিতীয় ত্রৈমাসিক অর্থবর্ষে আইসিআইসিআই ব্যাঙ্কের আয়ে বিপুল ঘাটতি দেখা গেল। সংস্থার রিপোর্ট বলছে, দ্বিতীয় ত্রৈমাসিকে আয় কমেছে ৫৫.৮৪ শতাংশ।

2/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_2

 এর কারণ হিসাবে জানা গিয়েছে, অন্যান্য খাতে আয় কম হওয়ার সঙ্গে অনুত্পাদক সম্পদের হার ক্রমশ বৃদ্ধি।

3/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_3

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে ওই ব্যাঙ্কের আয় হয়েছে ৯০৮.৮৮ কোটি। 

4/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_4

গত বছর এই আয়ের অঙ্ক ছিল ২,০৫৮.১৯কোটি টাকা।

5/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_5

অন্যান্য আয়ে ঘাটতি হয়েছে ৩৯.১৪ শতাংশ। মোট আয় হয়েছে ৩১৫৬.৪৯কোটি টাকা। গত বছর এই আয় ছিল ৫১৮৬.২৪ কোটি টাকা।

6/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_6

অনুত্পাদক সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে আকাশ ছোঁয়া। গত বছর দ্বিতীয় ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ৪৪,৪৮৮.৫৪কোটি টাকা। এ বারে সেই সম্পত্তি ২২.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৪৪৮৮.৯৬ কোটি টাকা।

7/7

আয় কমল আইসিআইসিআই ব্যাঙ্কের

ICICI_7

আইসিআইসিআই ব্যাঙ্কের এই শোচনীয় আয়ের জেরে এ দিন শেয়ারের পতন হয় ১.৪৫ শতাংশ। বাজার বন্ধের সময় এই শেয়ারের দর ছিল ৩১৫ টাকা।