Bike প্রেমীদের জন্য সুখবর, কয়েক মাসের মধ্যেই বাজারে আসছে একগুচ্ছ চমক

Sat, 05 Jun 2021-2:59 pm,

নিজস্ব প্রতিবেদন: আপনি কি বাইক ভালবাসেন? তবে আপনার জন্য আসছে সুসময়। কেন? কারণ আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতের বাজারে বেশ কয়েকটি আকর্ষণীয় বাইক আনতে চলেছে বিভিন্ন সংস্থা। রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ, তালিকাটা বেশ দীর্ঘ।

Next Generation Royal Enfield Classic 350: বাইক-প্রেমী অথচ রয়্যাল এনফিল্ড পছন্দ নয় এমন মানুষ পাওয়া কঠিন। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Royal Enfield Classic 350-র নেক্সট জেনারেশন।

Royal Enfield Hunter 350: Classic 350-র নেক্সট জেনারেশনের পাশাপাশি আরও একটি বাইক ভারতে লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। নাম Royal Enfield Hunter 350। ২০২১ সালের শেষে কিংবা ২০২২ সালের শুরুতে ভারতে পাওয়া যাবে এই বাইকটি।

Royal Enfield 650 Cruiser: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই ভারতীয় বাজারে লঞ্চ আসছে Royal Enfield 650 Cruiser।

TVS Apache RR310: করোনা অতিমারিতে পিছিয়ে গিয়েছে এই বাইকের আত্মপ্রকাশ। তবে অপেক্ষার আর কয়েক সপ্তাহ, তারপরেই ভারতে মিলবে TVS Apache RR310 বাইকটি।

Bajaj Pulsar N.S. 250 এবং R.S 250: পিছিয়ে নেই বাজাজও। জুলাইতেই তারা বাজারে আনতে চলেছে Bajaj Pulsar N.S. 250 এবং R.S 250।

Yamaha FZ-X: আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই বাজারে আসছে Yamaha FZ-X। 

KTM RC 200/390 Next Generation: বিদেশের বাজারে লভ্য হলেও, এখনও ভারতীয় বাজারে KTM RC 200/390 Next Generation বাইকের দেখা মেলেনি। তবে জুলাই মাসেই ভারতে আত্মপ্রকাশ করতে পারে এই বাইকটি।

KTM 490 Series: আগামী বছরের মধ্যে ভারতীয় বাজারে আসতে চলেছে KTM 490 সিরিজের পাঁচটি বাইক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link