Bus QR Code: বাসে এবার QR কোড! যাত্রী সুরক্ষায় পরিবহন দফতরের অভিনব উদ্যোগ...

Wed, 11 Dec 2024-2:30 pm,

অয়ন ঘোষাল: চালকের গতিবিধি এবং রেষারেষির প্রবণতার মনিটরিং করতে এবার বাসে কিউ আর কোড।

রেষারেষি এবং বেপরোয়া বাস ড্রাইভিং আটকাতে SOP বা Standard Operating Protocol অনুয়ায়ী পাইলট প্রজেক্টের প্রথম ধাপে পা পরিবহন দফতরের।

চলতি বছরের শেষেই বাসে কিউ আর কোড মনিটরিং ব্যবস্থা। আপাতত ১০টি রুটের সরকারি বাসে কিউ আর কোড চালু হচ্ছে।

মোট ৫৬টি বাসের চালকের মোবাইল অ্যাপে থাকবে কিউ আর কোড। অ্যাপ তৈরি করেছে ট্রাফিক পুলিস বিভাগ।

২০২৫ সালের মার্চের মধ্যে সমস্ত বেসরকারি বাসেই এই কিউ আর কোড চালুর পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে।

বেসরকারি বাস-মিনিবাস মালিক সংগঠনের কাছেও চাওয়া হয়েছে সমস্ত রুটের চালকের মোবাইল নম্বর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link