নরেন্দ্রর হাত ধরে এলেন `ওডিশার মোদী`, মন্ত্রিসভায় চালচুলোহীন সারঙ্গি

Sun, 02 Jun 2019-12:07 am,

নিজস্ব প্রতিবেদন: উসকো-খুশকো চুল। সাদামাটা চেহারা। শপথগ্রহণের পর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন ওডিশার বালাসোড়ের সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি। 

ক্ষুদ্র, ছোট ও মধ্যম শিল্প, পশুপালন, দুগ্ধ ও মত্স্য দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন সারঙ্গি। ৬৪ বছরের সারঙ্গিকেই বলা হচ্ছে, 'ওডিশার মোদী'।

রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে সন্ন্যাস নিতে চেয়েছিলেন সারঙ্গি। কিন্তু তাঁকে সামাজিক কাজ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে। আজীবন অবিবাহিত থেকে সমাজ সেবা করে চলেছেন সারঙ্গি। 

 

ওডিয়া ও সংস্কৃত-দুটি ভাষাতেই তুখোড় সারঙ্গি। সাধারণ সাইকেলে চড়ে ঘুরে বেড়ান। 

আদিবাসী এলাকায় স্কুল চালান সারঙ্গি। শুধু তাই নয়, বিধায়ক পেনশনের টাকাও খরচ করেন প্রান্তিক শিশুদের পড়াশুনোয়।

নির্বাচনী প্রচারে সাইকেলের বদলে ব্যবহার করেছেন অটো রিকশা। আর সামান্য প্রচারেই বিজেডি-র অন্যতম ধনী প্রার্থী শিল্পপতি রবীন্দ্রকুমার সেনাকে পরাজিত করেছেন সারঙ্গি। 

 

এর আগে ২০০৪ সালে বিজেপির টিকিটে বিধানসভা জিতেছিলেন সারঙ্গি। ২০০৯ সালে নির্দল প্রার্থী হয়ে বিধানসভার নির্বাচন জেতেন। 

সাধারণ ঘরে থাকেন। একেবারে সন্ন্যাসীর জীবনযাপন। বিজেপির গরিব প্রার্থীদের মধ্যে অন্যতম। তাই তাঁকে ওডিশার মোদী বলে ডাকা হচ্ছে। কিন্তু এতে আপত্তি সারঙ্গি। তাঁর কথায়, এটা অতিশয়োক্তি। তিনি অতিসাধারণ মানুষ। নরেন্দ্র মোদীর প্রজ্ঞা অনেক বেশি।

তবে তাঁর সঙ্গে বিতর্কও লেগে রয়েছে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। ওই সময় ওডিশার বজরং দলের প্রধান ছিলেন সারঙ্গি। ২০০২ সালে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ওডিশার পুলিস। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link