Anindya-Rohaan: ক্ষমতা দখলের লড়াইয়ে রোহন বনাম অনিন্দ্য!

Bramhaarjun: ব্রহ্মার্জুন ছবির পোস্টার মুক্তি পেল। গান-নাচ, অ্যাকশনে ভরা এই ছবি। ঝাড়খন্ডের গালুড়ী ও শেখমুলুক এলাকার গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। গালুড়ীর রাজত্ব চালায়...

Mar 25, 2025, 14:27 PM IST
1/10

ব্রহ্মার্জুন

Bramhaarjun

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তি পেল ব্রহ্মার্জুন (Bramhaarjun) ছবির পোস্টার।

2/10

অভিনয় করেছেন

Acted

ছবিতে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee), প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee) এবং অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta) -সহ আরও অনেকে।

3/10

দুই ভাইয়ের গল্প

Two brother Story

ছবিটি মূলত দুই ভাইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে।

4/10

ছবির ভেতরে কী আছে?

Song, Dance, Action

নাচ, গান ও অ্যাকশনে ভরা এই ছবি।

5/10

গালুড়ী ও শেখমুলুক

Galudi Sheikhmuluk

ঝাড়খন্ডের দুটি জায়গা একটার নাম গালুড়ী (Galudi) আর একটি নাম শেখমুলুক। 

6/10

গালুড়ী

Galudi

গালুড়ীর রাজত্ব চালায় নরেশ পাল ও তার দলবল আর শেখমুলুকের রাজত্ব চালায় আলম শেখ ও তার দলবল।

7/10

গাঁজা পাচার

Weed traffing

মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে এদের বিশাল সাম্রাজ্য চলে, সঙ্গে ক্ষমতা দখলের লড়াই। 

8/10

ব্রহ্মা ও অর্জুন

 Brahma and Arjuna

এই ক্ষমতা দখলের লড়াইয়ে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন।

9/10

ক্ষমতা কেড়ে নোওয়ার গল্প

The story of seizing power

কিভাবে তারা দুজন নন্ডরে পাল ও আলম শেখের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে।

10/10

মুক্তি পাবে

Released on

এসব নিয়েই আর কিছুদিনের মধ্যেই ছবিটি মুক্তি পাবে বলে আশা পরিচালকের।