Home Image: 
Rs 2 old coin: ৫ লক্ষ টাকায় বিক্রি ২ টাকার পুরনো কয়েন! অনলাইনে রয়েছে বিক্রির সুযোগ
Domain: 
Bengali
Home Title: 

Rs 2 old coin: ৫ লক্ষ টাকায় বিক্রি ২ টাকার পুরনো কয়েন! অনলাইনে রয়েছে বিক্রির সুযোগ

 

English Title: 
old Rs 2 coin can fetch you up to Rs 5 lakh if it selling online
Slide Photos: 
photos of the currency as proof

যদি কপাল আপনার সহায় হয় তাহলে শর্ত অনুযায়ী পেয়ে যেতে পারে ৫ লক্ষ টাকা। প্রসঙ্গত, ভারতে দু'টাকার কয়েন প্রথম চালু হয় ১৯৮২ সালে। কুপ্রো-নিকেল দিয়ে তৈরি ছিল সেই কয়েনটি।

 

Important things to note while selling old coins

স্বাধীনতার আগের ২ টাকার কয়েনে রানি ভিক্টোরিয়া ছবি থাকা রুপোর কয়েনের মূল্য নির্ধারিত হয়েছে ২ লক্ষ টাকা ৷ ১৯১৮ সালে জর্জ কিং এম্পেররের ছবি যুক্ত ব্রিটিশ কয়েনের বাজার মূল্য ৯ লক্ষ টাকা পর্যন্ত হয়েছে ৷ 

 Log in to your account

প্রথমে আপনাকে (Quikr)-এর সাইটে গিয়ে অনলাইন বিক্রেতা হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর কয়েনের ছবি তুলে সাইটে আপলোড করতে হবে। তার পর ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে। 

online classifieds portal - Quickr

এখানে একমাত্র শর্ত হল কয়েনটি হতে হবে ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭ এবং ২০০০ সিরিজের। সেই কয়েনের পিছন দিকে ভারতের তেরঙা। Quikr-এ এই বিশেষ ধরণের কয়েনটি বিক্রির একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। 

can fetch you up to Rs 5 lakh

একসঙ্গে ৫ লক্ষ টাকা জেতার সুযোগ পেয়ে যেতে পারেন। সম্প্রতি অনলাইনে পুরনো কয়েন অথবা নোট বিক্রি করে লাখপতি হওয়ার দুর্দান্ত সুযোগ সামনে এসেছে। 

 old Rs 2 coin

পুরনো ২ টাকার কয়েন মনে আছে তো। এবার এই কয়েনই লাখপতি করে দিতে পারবে আপনাকে। পুরনো ২ টাকার কয়েন বিক্রি করে পেতে পারেন লক্ষাধিক টাকা। 

 

Publish Later: 
No
Publish At: 
Sunday, September 5, 2021 - 16:46
Mobile Title: 
Rs 2 old coin: ৫ লক্ষ টাকায় বিক্রি ২ টাকার পুরনো কয়েন! অনলাইনে রয়েছে বিক্রির সুযোগ
Facebook Instant Gallery Article: 
No