Maduri Gupta: 'চার্মিং' জামশেদকে মন দেওয়া-নেওয়া! প্রেমে পড়ে 'পাকচর' ৬১-র মাধুরী...

Indian Diplomat Madhuri Gupta news: মাধুরীর সন্দেহভাজন গতিবিধি সামনে আসার পরই তাঁর উপর নজর রাখা হয়। তারপর নাটকীয় গ্রেফতার... 

| May 21, 2025, 06:35 PM IST
1/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউটিউবার জ্য়োতি মালহোত্রা-ই প্রথম নন, পাকিস্তানি এজেন্টের প্রেমে পড়ে 'পাকচর' হয়ে গিয়েছিলেন এক ভারতীয় কূটনীতিকও।  

2/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

তাঁর নাম মাধুরী গুপ্তা। মুম্বই হামলার ১৮ মাস পর ২০১০ সালে  'পাকচর' মাধুরী গুপ্তার নাম সামনে আসে। ইসলামাবাদেই ডেপুটেড ছিলেন তিনি।   

3/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

৩০ বছর দায়িত্বের সঙ্গে ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করার পর তিনি পাকিস্তানের পাতা প্রেমের ফাঁদে পা দেন। পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে সেকেন্ড সেক্রেটারি ছিলেন মাধুরী গুপ্তা। 

4/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

কেউ ভাবতেও পারেনি ৬১ বছরের কূটনীতিক পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছেন! মাধুরী প্রেমে পড়েছিলেন ISI এজেন্ট 'চার্মিং' জামশেদের। আর তারপরই পদস্খলন!    

5/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

হানিট্র্যাপের শিকার হন মাধুরী। তাঁর কাছ থেকে ভারত গোপন তথ্য, নথি বের করাই ছিল জামশেদের মিশন। ধরা পড়ার পর নিজের অপধার স্বীকার করে নেন মাধুরী।       

6/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

তাঁর সন্দেহভাজন গতিবিধি সামনে আসার পরই তাঁর উপর নজর রাখা হয়। তারপর তাঁকে দেশে ফেরত আসার জন্য ডেকে এনে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়।   

7/7

পাক ISI-চর ভারতীয় কূটনীতিক...

Pak ISI spy Indian Diplomat Madhuri Gupta

তবে মাধুরী গুপ্তার জন্য ভারতের যে ক্ষতি হয় তা অপূরণীয়। গোপন তথ্য ফাঁস করে ইসলামাবাদে ভারতের গোটা ইনটেলিজেন্স নেটওয়ার্ক একা নিজে হাতে নষ্ট করে দেন মাধুরী।