Home Image: 
Ramayana by AI: মিডজার্নির দৌলতে প্রাণ পেল রামায়ণ, রাম-সীতা-রাবণের থেকে চোখ সরানো দায়...
Domain: 
Bengali
Home Title: 

মিডজার্নির দৌলতে প্রাণ পেল রামায়ণ, রাম-সীতা-রাবণের থেকে চোখ সরানো দায়...

English Title: 
person created AI generated characters from the epic Ramayana
Slide Photos: 

মারীচ ছিলেন রাবণের একান্ত অনুগত এক মায়াবী রাক্ষস। সীতাকে প্রলুদ্ধ করার জন্য সে সোনার হরিণ সেজেছিলেন। তারপরের কাহিনি তো সকলেরই জানা।

লঙ্কার রাজা রাবণের মতোই তাঁর সেনারাও ছিলেন দক্ষ যোদ্ধা। 

বানরদের রাজা ছিলেন সুগ্রীব। নিজের রাজ্য ফিরে পাওয়ার জন্যে রামের সঙ্গে বন্ধুত্ব পাতান তিনি। যদিও রাবণের সঙ্গে যুদ্ধে তিনি শেষ পর্যন্ত রামের সঙ্গ দিয়েছিলেন।

সীতাকে বাঁচাতে নিজের প্রাণ দিয়েছিলেন গরুড়। মহাভারতের আদিপর্বে তাঁর জন্মের কাহিনি জানা যায়। 

রামায়ণের বীর রাজাদের তালিকায় অন্যতম হলেন বালি। বানররাজ সুগ্রীবের দাদা। 

লঙ্কারাজ রাবণকে চাক্ষুষ দেখার সুযোগ পেলে তাঁকে হয়তো এমনই লাগত। অতিপ্রাকৃতিক নয় বরং দানবীয় চেহারার সঙ্গে সংস্কৃতির মানানসই সাজ।

বীর হনুমানকে বীরের মতোই লাগছে। তাঁর হুঙ্কারেই শত্রুরা পালাবার পথ পাবে না।

ভারতীয় নারী হিসেবে সীতাকে মোহময়ী রূপে গড়ে তুলেছেন শচীন। ফর্সার বদলে ডাস্কি বিউটিতে তাঁকে বেশি ভালো লাগছে। সাধারণের মাঝে অসাধারণ একেই বলে।

ভগবান রূপে নয়, বনবাসে থাকাকালীন সাধারণ মানুষের মতোই রাম-লক্ষণের ছবি নির্মান করেছেন তিনি।

শতরূপা কর্মকার: AI-এর মাধ্যমে তৈরি, নেতাজি সহ একাধিক নেতৃত্বের ছবি ইতোমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার রামায়ণের চরিত্রদের এআই দিয়ে ফুটিয়ে তুলেছেন এক ব্যক্তি। শচীন স্যামুয়েল নামে ওই ব্যক্তি নিজের লিংকডইন প্রোফাইলে এই ছবিগুলি শেয়ার করেছেন। রামায়ণের রচয়িতা বাল্মিকীকে দিয়ে এই সিরিজ শুরু করেছেন তিনি।

Publish Later: 
No
Publish At: 
Monday, April 3, 2023 - 18:15
Mobile Title: 
মিডজার্নির দৌলতে প্রাণ পেল রামায়ণ, রাম-সীতা-রাবণের থেকে চোখ সরানো দায়...
Facebook Instant Gallery Article: 
No