PM Narendra Modi on Ram Navami: রামনবমীর দিনে সুদূর রামেশ্বরমে কেন মোদীজি? প্রার্থনার পরে বড় কী করবেন সেখানে?

PM Narendra Modi on Ram Navami: রামনবমীর দিনে তামিলনাড়ুর রামেশ্বরমে পূজা ও প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। তারপরই তিনি উদ্বোধন করবেন একটি গুরুত্বপূর্ণ সেতু।

| Mar 26, 2025, 19:01 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীর দিনেই বড় চমক। বড় ঘোষণা। সেই চমক আসবে রামেশ্বরম থেকে। রামনবমীর দিনে সেখানেই প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। আর প্রার্থনার পরে করবেন এই কাজটি। 

1/6

রামেশ্বরমে মোদী

আগামী ৬ এপ্রিল রামনবমী। ওইদিন তামিলনাড়ুর রামেশ্বরমে পূজা ও প্রার্থনা করবেন তিনি। 

2/6

পাম্বান সেতু আর ওইদিনই প্রধানমন্ত্রী সেখানে পাম্বান সেতুর উদ্বোধন করবেন। 

3/6

ভারতে প্রথম

পাম্বান সেতুটি এক বিরল গোত্রের সেতু হতে যাচ্ছে। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট রেল ব্রিজ!

4/6

রামেশ্বরম-মণ্ডপম সংযোগ

সেতুটি পাম্বান দ্বীপের রামেশ্বরমের সঙ্গে জুড়ে দেবে মূল ভূখণ্ডের মণ্ডপমকে।

5/6

এপ্রিলেই

মোটামুটি এপ্রিল থেকেই প্রায় ৩ কিমি দীর্ঘ (২.১০ কিমি) পাম্বান ব্রিজটি চালু হয়ে যাবে। ব্রিজটি তামিলনাড়ুর রেলযোগাযোগকে অনেকটাই জোরদার করবে।

6/6

ব্রিটিশ আমলের

এখানে অবশ্য একটি ব্রিজ ছিল। ব্রিটিশ আমলের। যেটি শতাব্দীব্য়াপী সক্রিয় ছিল। এর জায়গায় এল এই নতুন সেতুটি। যার ৭২.৫ মিটার দীর্ঘ অংশটিকে জাহাজ বা নৌযান চলাচলের জন্য উপরে টেনে তোলা যাবে।