প্রধানমন্ত্রী মুখে `ঝুট`, রাজ্যসভার কার্যবিবরণী থেকে গেল বাদ
নিজস্ব প্রতিবেদন: আরও একবার সংসদের কার্যবিবরণী থেকে বাদ গেল প্রধানমন্ত্রীর ভাষণের একটি শব্দ।
জাতীয় নাগরিক পঞ্জিকরণ নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, NRR নিয়ে বিরোধীরা 'ঝুট' (মিথ্যা) ছড়াচ্ছে।
ঝুট বা মিথ্যা অসাংবিধানিক শব্দ। সে কারণে সেটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।
২০১৮ সালেও মোদীর ভাষণ থেকে বাদ গিয়েছিল একটা শব্দ. বিকে হরিপ্রসাদের প্রসঙ্গে বলতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
২০১৩ সালে সভার কার্যবিবরণী থেকে বাদ গিয়েছিল মনমোহন সিংয়ের ভাষণের কয়েকটি শব্দ। ততকালীন বিরোধী দলনেতা অরুণ জেটলির ভাষণের কয়েকটি শব্দও অসাংবিধানিক বলে বাদ পড়েছিল।