মার্কিন পপ তারকার ঘরণী হচ্ছেন, প্রিয়াঙ্কার বিয়ে অক্টোবরে?
মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে লন্ডনে বসেই বাগদান পর্ব সেরে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কার ৩৬ বছরের জন্মদিনকেই 'স্পেশাল' করে তোলেন নিক জোনাস
নিউ ইয়র্কের একটি দোকান থেকেই নিক জোনাসকে আংটি কিনতে দেখা যায়
২০১৭ সালের মেট গালায় প্রথম নিক জোনাসের সঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে
লন্ডনে প্রিয়াঙ্কা এবং নিকের সঙ্গে ছিলেন মার্কিন পপ তারকার দাদা জো জোনাস এবং তাঁর বান্ধবী
নিকের সঙ্গে বিয়ের জন্যই কি প্রিয়াঙ্কা সলমনের 'ভরত' থেকে সরে আসেন? বলিউডে শুরু হয়েছে জোর গুঞ্জন
নিক জোনাসের সঙ্গে আংটি বদল সেরেই কি ফারহান আখতারের 'স্কাই ইস পিঙ্ক'-এর শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা চোপড়া? শুরু হয়েছে সেই গুঞ্জন
নিক এবং তিনি একে অপরকে জানা এবং বোঝার চেষ্টা করছেন, এবং দু'জনের কাছেই এটা অত্যন্ত ভাল সময় বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা
ভারতে না মার্কিন মুলুকে বসবে নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর, সে বিষয়ে কিছু জানা যায়নি
অক্টোবরেই নাকি নিকের সঙ্গে সাতপাক ঘুরে নেবেন প্রিয়াঙ্কা চোপড়া,শোনা যাচ্ছে এমন খবর
By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link