স্টেশনের বাইরে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এল রেল
শ্রেয়শী গঙ্গোপাধ্যায়: লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। থমকে গেছে ট্রেনের চাকা। রেলের ইতিহাসে এমন চিত্র দেখা গিয়েছে কিনা মনে করতে পারছেন না আধিকারিকরা।
ট্রেন চলাচল বন্ধ। ভিড় সামলানোর ব্য়স্ততা নেই। অ্যানাউন্সমেন্ট করার তাড়াও নেই। তা বলে একদম বসে নেই রেলও। করোনা মোকাবিলায় সামাজিক দায়িত্ব মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেল। কীভাবে?
হাওড়া, শিয়ালদহ, টিকিয়াপাড়া-সহ বিভিন্ন স্টেশনের বাইরে থাকা ভবঘুরে, ভিক্ষুক এমনকি যে সব যাত্রীরা রাত কাটাচ্ছেন তাঁদের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এল রেল।
হাওড়া ডিভিশনের বেস কিচেনে উঁকি দিতে চোখে পড়ল তত্পরতা তুঙ্গে। হাজার লোকের খাবার রান্না হচ্ছে সেখানে। আইআরসিটিসি-র তরফে স্টেশনে জীবনপাত করা হতদরিদ্রদের মুখে অন্ন তুলে দিতে এই ব্য়বস্থা বলে জানাচ্ছেন এক আধিকারিক।
বিনামূল্যে খাবার দেওয়া হবে স্টেশনে থাকা ভিখারি, ভবঘুরে এবং অসহায় যাত্রীদের। যাঁরা এই রান্নার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, করোনা আতঙ্কে তাঁদের কি ভয় করছে না? প্রশ্ন করা হলে, কর্মীদের হাসিমুখে জবাব, ভয় কিসের! এদের জন্য রান্না করার আনন্দই আলাদা।