Home Image: 
নিম্নচাপের জেরে বৃষ্টিতে কালীপুজোয় মাটি হতে পারে বাজি ফাটানোর আনন্দ
Domain: 
Bengali
Section: 
Home Title: 

নিম্নচাপের জেরে বৃষ্টিতে কালীপুজোয় মাটি হতে পারে বাজি ফাটানোর আনন্দ

English Title: 
Rain forecast during Kalipuja
Slide Photos: 

উল্লেখ্য, নিম্নচাপের জেরে দুর্গাপুজোর সময় বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখতে বেরতে দেখা যায় মানুষজনকে।

যার জেরে কালীপুজোর সময় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে।

এরপর এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে কালীপুজোর সময়ই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।

এই নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল ধরে ভূভাগে প্রবেশ করবে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামি ৪৮ ঘণ্টায় যা নিম্নচাপে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই বৃষ্টি হতে পারে কালীপুজোয়। যার জেরে মাটি হতে পারে বাজি ফাটানোর আনন্দ।

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও দুঃসংবাদ। পূর্বাভাস বলছে, কালীপুজোতে বৃষ্টি হতে পারে।

Authored By: 
SUDESHNA PAUL
Publish Later: 
No
Publish At: 
Monday, October 21, 2019 - 15:30
Mobile Title: 
নিম্নচাপের জেরে বৃষ্টিতে কালীপুজোয় মাটি হতে পারে বাজি ফাটানোর আনন্দ
Facebook Instant Gallery Article: 
No