Weather Update: হিটওয়েভের মাঝে বড় স্বস্তি! কিছুদিনের মধ্যেই বাংলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি...

Weather Update: তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। ২০ এবং ২১ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দক্ষিণবঙ্গে।

Mar 15, 2025, 14:55 PM IST
1/6

অয়ন ঘোষাল: স্বস্তির আপডেট হাওয়া অফিসের। ২০ এবং ২১ মার্চ বৃষ্টি দক্ষিণবঙ্গে। সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি।

2/6

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। নামবে দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা।

3/6

১৫, ১৬, ১৭ মার্চ দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলায় তাপপ্রবাহ। আজ তাপপ্রবাহের কবলে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। কাল রবিবারের সঙ্গে যোগ হবে পুরুলিয়া জেলা। 

4/6

পরশু সোমবার ওই ৬ জেলায় তাপপ্রবাহ বহাল থাকার আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় স্বাভাবিকের তুলনায় ৩ বা ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা। 

5/6

সেই জেলাগুলিতেও ফিল লাইক তাপপ্রবাহের অনুভূতি। ১৮ এবং ১৯ মার্চ হওয়া বদল। 

6/6

পশ্চিমী গরম লু কে পরাস্ত করে খেল শুরু করবে বঙ্গোপসাগর। ১৮ মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয় বাষ্প, শুষ্ক গরমের বদলে দরদরিয়ে ঝড়বে ঘাম। এই হওয়া বদলেই ক্রমশ তৈরি হবে বৃষ্টির পরিস্থিতি।