1/6
2/6
বুধবার অশোক গেহলট জানিয়েছেন, সচিন পাইলট-সহ বিদ্রোহী বিধায়করা চাইলে কংগ্রেস হাইকমান্ডের কাছে ক্ষমা চেয়ে দলে ফিরতে পারেন। এদিন প্রদেশ কংগ্রেস কমিটির এক অনুষ্ঠানে গেহলট বলেন, যারা বিদ্রোহ করেছিলেন তাদের অবস্থা দেখেছেন! ওরা যদি দলে ফিরতে চান তাহলে ওরা কংগ্রেস হাইকমান্ডের কাছে ক্ষমা চেয়ে নিক। হাই কামান্ড যে সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব।
photos
TRENDING NOW
3/6
4/6
অন্যদিকে, মায়াবতী জানিয়েছেন এবার কংগ্রেসকে তিনি উচিত শিক্ষা দেবেন। তাঁর ৬ বিধায়ককে ভাঙিয়ে নিয়েছিল কংগ্রেস। এবার তিনি ওইসব বিধায়ককে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন। তা নইলে তাঁদের দল থেকে বের করে দেওয়া হবে। আবার বসপার ৬ বিধায়কের রাজস্থান কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করছে বসপা। ফলে ক্রমশ চাপে পড়ে যাচ্ছেন গেহলট। তাঁর হাতে ১০১ জন বিধায়ক রয়েছেন বলে দাবি করেছিলেন। এখন দেখা যাচ্ছে ওই বিধায়কদেরও টিকিয়ে রাখা মুসকিল।
5/6
6/6
photos