Rakhi Sawant: ভারতে ছেলের অভাব! পাকিস্তানিকে বিয়ে করছেন রাখি, কে সেই পাত্র?
Rakhi Sawant Wedding: দুবার ভেঙেছে সংসার। হার মানবেন না ঠিক করে ফেলেছেন। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত।
Jan 28, 2025, 11:32 PM IST
1/7
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে অন্য়তম বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী।
2/7
দুইবার বিয়ে করেছিলেন রাখি। কিন্তু কোনওটাই টিকিয়ে রাখতে পারেননি। সংসার গড়ায় দুবার ব্যর্থ হলেও জন্য হার মানবেন না বলে ঠিক করে ফেলেছেন তিনি। ফের আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
photos
TRENDING NOW
3/7
এই সুখবর তিনি নিজেই জানান। তবে এবারে পাত্র ভারতীয় নন, একেবারে পাকিস্তানের ছেলে মন দিয়েছেন রাখি। সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ের প্রসঙ্গ ওঠায়, তিনি জানিয়েছেন তাঁর হবু স্বামী পাকিস্তানি পুলিস কর্মকর্তা।
4/7
রাখি জানান, তাঁর হবু বরের নাম দোদি খান। পুলিসের চাকরির পাশাপাশি অভিনয়ের সঙ্গেও জড়িত তিনি। মূলত, পাকিস্তানে ঘুরতে গিয়ে বহু বিয়ের প্রস্তাব পাওয়া হয়। সেখান থেকেই দোদিকে বেছে নেন তিনি। শুধু তাই নয়, রাখি আরও জানিয়েছেন যে, বিয়ের পর তাঁরা দুবাইতে থাকবেন।
5/7
গত সোমবার দোদি খান নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তিনি বলেন, 'রাখিজী বরযাত্রী নিয়ে কোথায় যাব? ভারত নাকী দুবাই?'
6/7
রাখি সেই পোস্টে কয়েকটি হাসির ইমোজি কমেন্ট করেন। এবং লেখেন, 'আমি তোমাদের সকল বন্ধুদের ভালোবাসি। আমি তোমাদের সকলকে যেকোনও অবস্থায় ভালোবাসি। তোমরা আমাকে সমর্থন করছ। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।'
7/7
যদিও, রাখি এবং দোদি খানের বিয়ের খবর প্রকাশের পরপরই নেটিজেনদের একটি অংশ মনে করে যে এটি একটি 'পাবলিসিটি স্টান্ট' এবং তারা একে অপরকে বিয়ে করছেন না।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.