Ram Navami 2025 Zodiac: এই রামনবমীতে কোন কোন রাশির জাতকেরা তুমুল সাফল্যের মুখ দেখবেন, হাতে আসবে বিপুল টাকা?
Ram Navami 2025 Predictions: এ বছর রামনবমী ৬ এপ্রিল। দিনটি রামের জন্মদিন। ভারত জুড়ে মানুষ নির্ভীক হতে চেয়ে এবং সাফল্যের লক্ষ্যে রামের আরাধনা করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমী সারা ভারত জুড়ে পালিত হয়। যথাবিহিত সম্মান, মর্যাদা, শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে। দিনটি রামের জন্মদিন বলে মনে করা হয়। সেই হিসেবে এটি হিন্দুদের কাছে খুবই বড় উৎসব। রাম জ্ঞান, শক্তি, সত্য ও ভক্তির প্রতীক। ভারত জুড়ে মানুষ নির্ভীক হতে চেয়ে এবং সাফল্যের লক্ষ্যে রামের আরাধনা করেন।
2/6
রামের পুজো করলে কী হয়?

photos
TRENDING NOW
3/6
মেষ

4/6
বৃষ

6/6
মীন

মীনেরা এই সময়টায় একটু ইনটিউটিভ থাকবেন, একটু আধ্যাত্মিক অনুভূতিসম্পন্নও থাকবেন। ধ্যান করুন। রামের আশীর্বাদ পাবেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos