Indian Spy Ravindra Kaushik: ইন্দিরার 'দ্য ব্ল্যাক টাইগার', বাঁচিয়েছেন ২০০০০ ভারতীয়কে! চর্চায় ফের রবীন্দ্র কৌশিক
পাক গুপ্তচরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায়, ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে যখন দেশ তোলপাড়, ঠিক তখনই অনেকের মনে পড়ে যাচ্ছে রবীন্দ্র কৌশিকের কথা...
Indian Spy Ravindra Kaushik: পাক গুপ্তচরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায়, ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে যখন দেশ তোলপাড়, ঠিক তখনই অনেকের মনে পড়ে যাচ্ছে রবীন্দ্র কৌশিকের কথা...
1/9
জ্যোতি মালহোত্রা

2/9
রবীন্দ্র কৌশিক

photos
TRENDING NOW
3/9
রবীন্দ্রর শুরুর জীবন

রবীন্দ্র ১৯৫২ সালের ১১ এপ্রিল রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা জেএম. কৌশিক ছিলেন একজন ভারতীয় বিমানবাহিনীর আধিকারিক। গঙ্গানগরের এসডি. বিহানি পিজি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে বি.কম পাশ করেন। কৌশিক কলেজে পড়ার সময়ই থিয়েটার অভিনয় এবং বিতর্ক সভার সঙ্গেও জড়িত ছিলেন।
4/9
অভিনয়ে থেকে সিক্রেট সার্ভিস

২৩ বছর বয়সে কৌশিককে নিয়োগ করে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা- রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ওরফে 'র'। অভিনয় দক্ষতা এবং জনসাধারণের সামনে পারফর্ম করার ক্ষমতাই তাঁকে গুপ্তচরবৃত্তির এক আদর্শ প্রার্থী করে তুলেছিল। প্রশিক্ষণের সময়ে তাঁকে ঊর্দু, ইসলামি রীতিনীতি এবং পাকিস্তানি সামাজিক রীতিনীতিও শেখানো হয়েছিল। নতুন ভূমিকায় উজাড় করে দেওয়ার জন্য পাকিস্তানের ভূগোল এবং সংস্কৃতি নিবিড় অধ্যয়ন করেছিলেন।
5/9
নবি আহমেদ শাকির

6/9
দ্য ব্ল্যাক টাইগার

১৯৭৯ থেকে ১৯৮৩ সালের মধ্যে, নবি কেন্দ্রীয় সংস্থাগুলিকে গোপন সামরিক তথ্য পাঠিয়ে ছিলেন। তাঁর পাঠানো তথ্যে বেশ কয়েকটি আন্তঃসীমান্ত ঘটনা রুখে দিয়েছিল। নবি হাজার হাজার জীবন বাঁচিয়েছিলেন বলেই মনে করা হয়। তাঁর সেবায় মুগ্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে 'দ্য ব্ল্যাক টাইগার' কোড নাম দিয়েছিলেন।
7/9
নবির সমাপ্তি

১৯৮৩ সালে কৌশিকের পরিচয় সামনে আসার পরেই তাঁর মিশন শেষ হয়ে যায়। 'র'-এর হয়ে ইনায়াত মাসিহাকে পাঠানো হয়েছিল রবীন্দ্রর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় কৌশিকের আসল পরিচয় বেরিয়ে আসে। পাকিস্তান রবীন্দ্রকে গ্রেফতার করে এবং ১৯৮৫ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও পরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
8/9
শিয়ালকোট

9/9
জ্যোতি-রবীন্দ্র

photos