শারীরিক অবস্থার আরও অবনতি লালুর

Nov 18, 2018, 19:30 PM IST
1/6

s 6

s 6

আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। জানিয়েছেন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের চিকত্সকরা। পশুখাদ্য দুর্নীতিতে দোষী সাব্যস্ত লালু বর্তমানে রয়েছে রাঁচির বিরষামুণ্ডা জেলে। তবে চিকত্সার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে রিমস-এ।

2/6

S 5

S 5

চিকত্সকরা জানিয়েছেন লালু প্রসাদের ডান পায়ে একটি সংক্রমণ হয়েছিল। তা আরও বড় আকার ধারন করেছে।

3/6

S 4

S 4

এমনিতেই লালুর সুগার রয়েছে। গত ৩-৪ দিনে তা লাফিয়ে বেড়েছে। জানিয়েছেন রিমস-এর চিকিত্সক ডা উমেশ প্রসাদ। খবর পিটিআই সূত্রে।

4/6

S 3

S 3

সুগার কমানোর জন্য আরজেডি নেতার ইনসুলিনের মাত্রা অনেকটাই বাড়ানো হয়েছে। তাঁর রক্তে ক্রিয়েটিনিনও ১.৫ থেকে বেড়ে হয়েছে ১.৮৫। রক্তে শ্বেত কণিকা বেড়ে হয়েছে ১২০০০।

5/6

S 2

S 2

পায়ে সংক্রমণের জন্য উঠে দাঁড়াতে ও বাথরুমে যেতে গিয়ে প্রবল কষ্ট পাচ্ছেন আরজেডি নেতা। তবে চিকিত্সকরা জানাচ্ছেন রিমস-এ চিককিত্সায় কোনও খামতি নেই।

6/6

s 1

s 1

গত অগাস্ট মাসে পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেন লালু। তার পর থেকে জেলেই রয়েছেন আরজেডি নেতা।